রাজ্য বিভাগে ফিরে যান

মহারাষ্ট্রের সরকার ‘স্টেবেল’ নয়, তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল, আমিত্ব কাজ করবে না, সাক্ষাৎকারে বললেন মমতা

December 7, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: News 18 Bangla

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহারাষ্ট্রে নতুন সরকার গঠিত হয়েছে। কিন্তু এই সরকার সম্ভবত একবছর টিকবে। এরকমটা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ ১৮ বাংলায় একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে সরকার হয়তো একবছর টিকবে। উদ্ধব ঠাকরের সময় এটা হয়েছিল। সেই পরিস্থিতি এবার হতে পারে। নট দ্য স্টেবল গভর্নমেন্ট। এটা আমি বলছি। তিনি বলেন, দুটো কেন দশটা ডেপুটি চিফ মিনিস্টার করতে পারে। সো হোয়াট! আপনার যদি নিজের মেজরিটি না থাকে আপনি কীভাবে নেতৃত্ব দেবেন। মুম্বই হল দেশের অর্থনৈতিক রাজধানী। আর বাংলা হল সাংস্কৃতিক রাজধানী।

ইন্ডিয়া জোট প্রসঙ্গে মমতা বলেন, আমি ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়ে এসেছিলাম। আমি কী করব! আই অ্যাম নয় লিডিং দিস ফ্রন্ট। যারা লিডার তাদের এটা দেখা দরকার। তাদের ইউনাইটেড করে দেখা দরকার। তারা করুক আমি থাকব।

আপনার তো নেতৃত্ব দেওয়া উচিত ওরা তো পারছে না? এই প্রশ্নের জবাবে মমতা বলেন, বুঝুন অবস্থা! যাদের দেখতে নারি তার চরণ ব্যাঁকা। আমায় দেখতেই পারে না, এসব কথা বলছে। আমি চাই না। আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি। শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। বাংলাকে আমি ভালোবাসি। আমায় অন্য কিছু হাতছানি দিয়ে ডাকলেও পাবে না। আমি এটা মনে করি আমি এখানে বসেও কিছুটা চালিয়ে যেতে পারি। মমতা বলেন,আমার ইস্যুতো আমদানি রফতানি নয়, আমার ইস্যু তো জামদানি। আমার ইস্যু বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি।

কে হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত উত্তরসূরি? এর উত্তরে মমতা বলেন, “উত্তরসূরি কে হবে, দল ঠিক করবে৷ মানুষ আছেন, দলীয় কর্মীরা আছেন৷ মানুষ ছাড়া কিছুই সম্ভব নয়৷ বার্তা খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল৷ আমিত্ব কাজ করবে না৷ দল ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে৷ এখানে আমিত্ব কাজ করবে না৷”

TwitterFacebookWhatsAppEmailShare

#Interview, #tmc, #Mamata Banerjee

আরো দেখুন