রাজ্য বিভাগে ফিরে যান

দুবরাজপুরে রামকৃষ্ণ আশ্রমে চলছে সারদা কাত্যায়নী পুজো

December 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুবরাজপুরে রামকৃষ্ণ আশ্রমে শুরু হয়েছে সারদা কাত্যায়নী পুজো। রবিবার ছিল সপ্তমীর পুজো। পুজো চলবে তিনদিন ধরে। পুজোকে ঘিরে শহর ও আশেপাশের গ্রামাঞ্চলের মানুষ মেতে উঠেছেন। প্রতিবারের মতো আশ্রম মাঠে বসতে চলেছে মেলা। মেলা এবার ৬৪তম বছরে পা দিচ্ছে।

দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে বছরের বিভিন্ন সময়ে মা সারদাকে বিভিন্ন রূপে পুজো করা হয়। মা সারদাকে কখনও লক্ষ্মী, কখনও সরস্বতী, কখনও মাকালী রূপে পুজো করা হয়। সারদা মাকে এই সময়ে সারদা কাত্যায়নী অর্থাৎ দুর্গারূপে পুজো করা হচ্ছে।

১৯৪২ সালে সঙ্ঘগুরু শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই সাড়ম্বরে এই পুজো করা হয়ে থাকে প্রতি বছর। অন্য কোনও প্রতিমা নয় বরং মা সারদাদেবীকে কাত্যায়নী মা অর্থাৎ দুর্গারূপে পুজো করা হয়। প্রতিদিন তিথি মেনেই পুজো করা হচ্ছে। ১২ থেকে ১৯ডিসেম্বর মেলার আয়োজন করা হবে। মেলা প্রাঙ্গণে যাত্রা, কবিগান, বাউল, হরিনাম-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dubrajpur, #Sarada Katyayani Puja, #Ramakrishna Ashram

আরো দেখুন