দেশ বিভাগে ফিরে যান

অখিলেশ, শরদ পাওয়ারের পর এবার মমতাকে ইন্ডিয়া জোটের নেত্রী হিসাবে চাইলেন লালুপ্রসাদ যাদব

December 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার ইন্ডিয়া জোটের নিয়ন্ত্রণ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের মন্তব্যে ফের বাড়ল জল্পনা। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, এনসিপি নেতা শরদ পাওয়ারের পর এবার লালুপ্রসাদ যাদবের গলাতেও একই সুর। সোমবার, ওয়াইএসআর কংগ্রেসও মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে সমর্থন করেছেন। লালু সাফ জানিয়েছেন, কংগ্রেসের কোনও আপত্তি মানবেন না তিনি।

সংবাদ সংস্থার প্রশ্নের মুখে লালু বলেন, “কংগ্রেসের আপত্তি কোনও বিষয় নয়। আমরা মমতাকেই সমর্থন করব। ২০২৫-এ সরকার গড়ব আমরা।” মমতাকে সমর্থন করেছে শিবসেনার উদ্ধব শিবির। মমতাকে ইন্ডিয়া জোটের নেত্রী করার দাবির আবহে রাজধানীতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন আপ সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, আসন্ন দিল্লি নির্বাচনে কংগ্রেসের সঙ্গ ছাড়াই লড়বেন কেজরিওয়াল।

মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস ফের ব্যাকফুটে চলে গেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাহুলের নেতৃত্বকে অস্বীকার করতে শুরু করেছে জোটের বাকি শরিকরা! জোটে কংগ্রেসের ‘দাদাগিরি’ মনোভাবকে কেন্দ্র করে উঠেছে প্রশ্ন। অন্যদিকে, বাংলায় লাগাতার বিজেপিকে হারানোর রেকর্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের। সে’কারণেই মমতাকে সামনে রেখে বিজেপি বিরোধী লড়াইয়ের ময়দানে ঝাঁপাতে চাইছেন বিরোধী নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Mamata Banerjee, #lalu prasad yadav, #INDIA alliance

আরো দেখুন