← রাজ্য বিভাগে ফিরে যান
#BREAKING কাঁথি সমবায় ভোটে ১০৮ টি আসনের মধ্যে ১০১ টিতে জয়ী তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাঁথি সমবায় ব্যাংকের ভোটে ১০৮ টি আসনের মধ্যে ১০১ টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সাত আসন পেয়েছে। প্রত্যেকটি ব্লকেই জয়ী হয়েছে তৃণমূল। নির্বাচিত প্রতিনিধিরাই ১৫ সদস্যের ডিরেক্টর বোর্ড গঠন করবেন। ১৫ জন ডিরেক্টরই হতে চলেছেন জয়ী তৃণমূল প্রার্থীরা।
আজ রবিবার ছিল ভোটগ্রহণ। দুপুর ২টোয় শেষ হয়ে গিয়েছে কাঁথি সমবায়ের ভোটগ্রহণ।
সব মিলে ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। পূর্ব মেদিনীপুরে ১২টি, পশ্চিম মেদিনীপুরে বেলদা এবং কলকাতায় ওই ব্যাঙ্কের বড়বাজার শাখায় ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছিল। মোট ভোটার সংখ্যা ছিল ৮০ হাজার ৪৮০। মোট ১০৮টি আসনে প্রতিনিধি নির্বাচন হয়েছে। ফল বেরোতেই দেখা গেল সবুজ ঝড়।
উল্লেখ্য, আদালতের নির্দেশ মতো রবিবার কাঁথি ও এগরার পাঁচ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট গ্রহণ হয়। মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী।