জয়নগরের মোয়া পাড়ি দিচ্ছে দুবাই, লন্ডন, সুইডেনে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা বিশ্বে সমাদৃত হচ্ছে জয়নগরের মোয়া। বাংলা থেকে বিদেশ যাচ্ছে বঙ্গের নিজস্ব এই মিষ্টি। এবারও জয়নগরের মোয়া পাড়ি দিচ্ছে দুবাই, লন্ডন, সুইডেন। ব্যবসায়ীরাও খুশি। অর্ডার আরও মিলবে বলে আশাবাদী মোয়া ব্যবসায়ী।
কনকচূড় ধানের খই আর উৎকৃষ্ট মানের নলেন গুড়, দুই দিয়ে মোয়া তৈরি হলে তার জুড়ি মেলা ভার। সেই মোয়া বাংলাকে মোহিত করেছে। বিদেশে গিয়েও মোয়া বিশ্বজয় করছে।
বহড়ুর মোয়া ব্যবসায়ীরা বলছেন, গত বছরের মতো এবারও ডিসেম্বরের মাঝামাঝি ভাল অর্ডার এসেছে। দোকানের নাম খুঁজে অনলাইনে অর্ডার দিচ্ছেন মানুষজন। কেউ কেউ আত্মীয়ের মাধ্যমে নিয়ে যাচ্ছেন। দোকানগুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে। মোয়া দোকান থেকে নেওয়ার পর দ্রুত বিদেশে পাঠাতে বলা হয়। কারণ প্যাকেটে সাতদিনের মতো ভাল থাকে। মোয়া হাব চালু হলে বিদেশের মেশিনের মাধ্যমে প্যাকেজিং আরও উন্নত হবে। হু হু করে ব্যবসা বাড়ছে। সে’কারণে দ্রুত মোয়া হাব চালু করার দরকার।