একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বিধাননগরে BJP-র কার্যালয় ঘেরাও আম জনতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত তিনটি অর্থ বছরে বাংলার একশো দিনের টাকা আটকে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মোদী সরকার এমনটা করছে। প্রাপ্য টাকার দাবিতে বার বার দিল্লির কাছে দরবার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, চিঠি লিখেছেন, ধর্ণায় বসেছেন কিন্তু লাভ হয়নি। বিগত বছর রাজ্য সরকার নিজের কোষাগার থেকে বাংলার মানুষকে পাওনা টাকা মিটিয়েছে। অন্যদিকে, বঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে জোরালো হয়েছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ। এবার কেন্দ্রের শাসক বিজেপির বিরুদ্ধে নামল আম বাঙালি।
শনিবার দুপুরে, একশো দিনের কাজে বাংলার পাওনা টাকা আটকে রাখার প্রতিবাদে বিধাননগরের বিজেপি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের পাঁচজনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, রাজ্যের মানুষ ১০০ দিনের কাজে টাকা পাক, এটা তাঁরাও চান। কিন্তু দেখা গিয়েছে বঙ্গ বিজেপির নেতারা কার্যত হুমকির সুরে বার বার বাংলার বিভিন্ন খাতে টাকা আটকে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
প্রসঙ্গত, ১০০ দিনের কাজের টাকা আদায় করতে গত কয়েক বছরে একাধিক আন্দোলন করেছে তৃণমূল। দিল্লিতেও আন্দোলন হয়েছে। কিন্তু কোনও কিছুতেই কান মোদী মোদি সরকার। আগামী বছর বিধানসভা ভোট। বাংলার মসনদের নির্বাচনেও রাজ্যকে বঞ্চনা অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে, এদিনের ঘটনা তার ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা।