খেলা বিভাগে ফিরে যান

ISL-র পর ছোটদের ডার্বিতেও ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল মোহনবাগান  

January 15, 2025 | < 1 min read

কলকাতা ডার্বি ম্য়াচে ফের জয় মোহনবাগানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছরের শুরুতেই ডার্বি জয়ের হ্যাটট্রিক করে ফেলল মোহনবাগান ফুটবল দল। প্রথমে অনূর্ধ্ব-১৫। তারপর ইন্ডিয়ান সুপার লিগ আর বুধবার অনূর্ধ্ব-১৭ কলকাতা ডার্বিতেও  জয়পতাকা উড়িয়ে দিল সবুজ-মেরুন। অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগে আদিত্য মণ্ডলের গোলে ১-০ ব্যবধানে জয় পেল মোহনবাগান।  

এদিন ঘরের মাঠেইস্টবেঙ্গলের মোহনবাগানের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। আর ম্যাচ শুরুর ৭৯ মিনিটে আদিত্যর গোলে ডার্বিতে জয় ছিনিয়ে নিল ডেগি কার্ডোজোর দল। কর্নার কিক থেকে ভাসানো বল আদিত্য শট মারেন কিন্তু প্রথমে বলটা ইস্টবেঙ্গলের এক ফুটবলারের গায়ে লাগে। তারপর সেটা আচমকাই দিক-পরিবর্তন করে  ইস্টবেঙ্গলের জালে ঢুকে যায়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Derby, #East Bengal, #Kolkata Derby, #Mohun Bagan, #MOHUN BAGAN VS EAST BENGAL

আরো দেখুন