ভুটানের রাজা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আমন্ত্রিত অতিথিদের তালিকায় কারা?

বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি এখন তুঙ্গে।

January 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৫ এবং ৬ ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশের বিশিষ্ট শিল্পদ্যোগীদের পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুক উপস্থিত থাকবেন। বাণিজ্য সম্মেলনে আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি আসবেন বলে আগেই জানা গিয়েছিল। প্রতিবেশী দেশ ভুটানের রাজা এবং পাশের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি সম্মেলনের গুরুত্ব আরও বাড়াবে বলে আশাবাদী প্রশাসনিক কর্তারা।

সম্মেলনের আগের দিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক হবে। বৈঠকে মন্ত্রিসভা একাধিক শিল্পবান্ধব নীতির ছাড়পত্র দেবে বলে জানা গিয়েছে। বাণিজ্য সম্মেলনের আগে এই বৈঠক বলে সোমবার জানিয়ে দেওয়া হয়েছে সব মন্ত্রী এবং সংশ্লিষ্ট আমলাদের।

বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি এখন তুঙ্গে। সম্প্রতি সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠকও করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। কোন দপ্তরের কতগুলি ‘মৌ’ স্বাক্ষরিত হবে, কত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও ওঠে বাণিজ্য সম্মেলন প্রসঙ্গ। ঝাড়খণ্ডে পুনরায় সরকার গঠন করেছেন হেমন্ত সোরেন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে রাঁচি গিয়েছিলেন মমতা। তিনি আসবেন বলে জানা যাচ্ছে। বিজেপি-বিরোধী দুই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর একই মঞ্চে থাকা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen