রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ

বাংলায় স্বাস্থ্যখাতে বিপুল পরিমাণে বিনিয়োগ আসছে।

February 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় স্বাস্থ্যখাতে বিপুল পরিমাণে বিনিয়োগ আসছে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ২৩টি নামকরা স্বাস্থ্য প্রতিষ্ঠান এই প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে ভাগীরথী নেওটিয়া, অ্যাপেলো, বেলভিউ, উডল্যান্ডস, চার্নক, নারায়ণা, সিএমআরআই, পিয়রলেস, এবং মণিপাল গ্রুপ।

এপ্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আগে স্বাস্থ্যের অবস্থা যা ছিল, আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখন যেখানে এসে পৌঁছেছে, তা বলার অপেক্ষা রাখে না, যে মানুষের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য সরকার সবসময় উদ্যোগ নেয়। বড় বড় হাসপাতালে বড় কোম্পানি হেলথ কেয়ারে ৯ হাজার ৬০০ কোটি টাকার ওপর এখানে হেলথ সেক্টরে বিনিয়োগ হবে। আমরা মনে করি, এটা সরকারেরই অংশ। পাবলিক সেক্টর কখনও সম্পূর্ণ হয় না, যদি না প্রাইভেট সেক্টর এসে হাত মেলায়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন