আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করবে ভারতই- বিল গেটস

September 16, 2020 | < 1 min read

২০২১ সালের প্রথম মাস তিনেকের মধ্যেই কোভিড-১৯ (COVID-19) ভ্যাকসিনের দেখা মিলবে বলে আশাবাদী মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। পাশাপাশি তাঁর আশা, ভারতীয় সংস্থাগুলি এই ভ্যাকসিন বিপুল পরিমানে  উৎপাদন করবে। ভারতই করোনা ভাইরাস ভ্যাকসিনের উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করবে বলে ধারণা গেটসের।

সংবাদ সংস্থা পিটিআইকে মঙ্গলবার বিল গেটস (Bill Gates) বলেন, ‘‘আমরা সকলেই চাই দ্রুত ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু হোক।’’ ভারতে উৎপাদিত করোনা ভ্যাকসিন খুব কার্যকরী ও নিরাপদ হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘‘ভারত শীর্ষস্থানীয় ভ্যাকসিন উৎপাদনকারী। কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা ভারতের কাছ থেকে সহযোগিতা চাই।’’

বিল গেটস আরও বলেন, ‘‘কোভিড-১৯ ভ্যাকসিনটি (Covid-19 vaccine) সম্ভবত আগামী বছরই যথেষ্ট পরিমাণেই পাওয়া যাবে ভারত থেকে । আমি আশাবাদী, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই কোভিড-১৯-এর কয়েকটি ভ্যাকসিনের উৎপাদন চূড়ান্ত পর্বে ‌পৌঁছবে।’’

করোনার মোকাবিলায় ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বের বিভিন্ন দেশেই দেখা গিয়েছে তৎপরতা। ভারতও ব্যতিক্রম নয়। সম্ভাবনাময় ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে এদেশেও। কিন্তু এখনও চূড়ান্ত পর্বে পৌঁছয়নি কোনও ভ্যাকসিন।  এদিকে দেশে করোনা সংক্রমণের হার গত কয়েকদিনের তুলনায় সামান্য কমেছে। সোমবার নতুন করে ৮৩ হাজারের সামান্য বেশি সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আগের কয়েক দিনে সংখ্যাটা ছিল ৯০ হাজারেরও বেশি। তবে দৈনিক সংক্রমণের ক্ষেত্রে স্বস্তি মিললেও এদিনই  বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৮০ হাজারের গণ্ডি।গোটা বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে আমেরিকা। তারপরেই ভারত ও ব্রাজিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid vaccine, #bill gates, #covid19

আরো দেখুন