বাঁকুড়ার একটি বুথেই খোঁজ মিলল ৩ ভুয়ো ভোটার ও ১৫ জনেরও বেশি মৃত ভোটারের

মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতো বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজিজুল রহমান বাড়ি বাড়ি ঘুরে ভোটারের তথ্য যাচাইয়ের কাজে নামেন।

March 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একটি বুথেই খোঁজ মিলল ৩ ভুয়ো ভোটার ও ১৫ জনেরও বেশি মৃত ভোটারের। না! এই ঘটনা কোনও প্রত্যন্ত গ্রামের নয়। বাঁকুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের গরাই পাড়ার ১৭২ নম্বর বুথের।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের নির্দেশ দিয়েছেন, এলাকায় ঘুরে সমীক্ষা চালিয়ে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতো বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজিজুল রহমান বাড়ি বাড়ি ঘুরে ভোটারের তথ্য যাচাইয়ের কাজে নামেন।

গড়াই পাড়ার ১৭২ নম্বর বুথে সমীক্ষার সময় কাউন্সিলার দেখেন তালিকায় রয়েছে এমন তিন ভোটারের নাম। তাদের বাস্তবে কোনও অস্তিত্বই নেই। এমনকী এলাকার কোনও ব্যক্তি তাঁদের খোঁজ দিতে পারেননি। পাশাপাশি তালিকায় এমন ১৫ জন ভোটারের নাম রয়েছে, যাঁদের কারও মৃত্যু হয়েছে ৩ বছর আগে, আবার কারও মৃত্যু হয়েছে ২ বছর আগে।

পরিবারের অভিযোগ, ভোটারের মৃত্যুর পর নিয়ম মেনে তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানানো হলেও বাদ দেওয়া হয়নি। এই ঘটনা জানাজানি হতেই আজ রবিবার সকালে এলাকায় যান বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার। ভুয়ো ভোটারদের ব্যাপারে খোঁজ খবর চালান। শেষ পর্যন্ত তাঁদের কোনও খোঁজ না পেয়ে বিষয়টি নির্বাচন কমিশন ও দলের ঊর্ধতন নেতৃত্বকে জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen