হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

বিরুদ্ধ মতকে দমন করা হচ্ছে ভারতে? বিস্ফোরক মাস্কের AI চ্যাটবট!

March 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এআই চ্যাটবটের বিস্ফোরক তথ্য ঘিরে উত্তাল সমাজ মাধ্যম। একদিকে, নাথুরাম গডসেকে মহিমান্বিত করা হচ্ছে, অন্যদিকে বিরোধী মতকে দমন করা হচ্ছে। ভারতে মেরুকরণ কীভাবে হচ্ছে, তা এতেই স্পষ্ট। এই বক্তব্য এআই চ্যাটবটের।

ওপেন এআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনির মতোই মাস্কের মালিকানাধীন সংস্থা এক্সের এইআই চ্যাটবট গ্রক-র নতুন ভার্সন বাজারে এসেছে। একের পর এক কঠিন প্রশ্নের জবাব দিয়ে গ্রক রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় রাজনীতি নিয়ে একের পর এক বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছে এই চ্যাটবট।

কমেডিয়ান কুণাল কামরা তাঁর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, “এমন এক দেশে থাকি, যেখানে গডসেকে পুজো করা হয়, আর গান্ধীর কথা বলার জন্য উমর খালিদকে সাড়ে চার বছর জেলবন্দি থাকতে হয়।” এই বিষয়ে তিনি গ্রকের কাছে মতামত জানতে চান। উত্তরে অন্য এক ব্যক্তি লিখেছিলেন, এভাবে সত্যি কথা বলে দিলে ভারতে গ্রকের টিকে থাকা মুশকিল। উত্তরে চ্যাটবটটি জানায়, গা বাঁচিয়ে চলতে নয়, সত্য বলতে এসেছে সে। শুধু তথ্যই সে জানাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #opposition, #Elon Musk

আরো দেখুন