রাজ্য বিভাগে ফিরে যান

জেলায় জেলায় ক্ষোভের আগুন, সুকান্তকে সতর্কবাণী শোনালেন বাংলার পদ্ম সাংসদেরা?

March 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে, দলের সংগঠনে নজর না-দিলে বিধানসভা ভোটে আর তাল সামলানো যাবে না! শোনা যাচ্ছে, সোমবার রাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে বৈঠকে এমনই নাকি সতর্কবাণী শুনিয়েছেন বঙ্গ বিজেপি সাংসদদের একাংশ। সোমবার রাতে বাংলার দলীয় সাংসদদের নিয়ে জরুরি বৈঠক করেন সুকান্তবাবু। পদ্ম শিবিরের অন্দরের খবর, রাজ্যে বিধানসভা নির্বাচনের এক বছর আগে বঙ্গ বিজেপির সাংগঠনিক বেহাল দশা নিয়ে পরোক্ষে নানান ইঙ্গিত দিয়েছেন কয়েকজন সাংসদ। 

বৈঠকে সুকান্তকে বিজেপি সাংসদের একাংশ নাকি জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের সমন্বয় থাকছে না। উঁচুতলার নেতাদের কোনও সাংগঠনিক বার্তা সরাসরি নিচুস্তরে পৌঁছচ্ছে না। কারও মাধ্যমে তা আসছে। সরাসরি বার্তা না আসায় অনেক সময়ই ফাঁক থেকে যাচ্ছে। সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে বিভ্রান্তি বাড়ছে।

রাজ্য পার্টির বিরুদ্ধে অসন্তোষও বাড়ছে। বৈঠকে উপস্থিত সাংসদদের জানানো হয়, কয়েকটি জেলায় দলীয় সভাপতি বাছাই নিয়ে সমস্যা হয়েছে। কয়েকজনের ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যান্য কিছু গুরুতর অভিযোগ উঠেছে। দলের পক্ষ থেকে পদক্ষেপ করা হবে। যদিও বঙ্গ বিজেপি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#sukanta majumder, #BJP Bengal, #politics, #bjp

আরো দেখুন