রাজ্য বিভাগে ফিরে যান

মালদায় ভুয়ো ভিডিয়োর মাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, সতর্ক করল প্রশাসন

March 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার মালদার মোথাবাড়ি এলাকা এবং আশেপাশের এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখনও পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মালদার এই ঘটনায় সোশ্য়াল মিডিয়ায় ভুয়ো ভিডিয়ো পোস্ট করে উসকানি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। আর সেই ভিডিয়ো যারা ছড়াচ্ছে তাদের সতর্ক করল পুলিশ। রাজ্য পুলিশের তরফে এমনই একটি ভিডিয়োকে চিহ্নিত করা হয়েছে। এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশ লিখেছে, মালদা জেলার ঘটনা বলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ভিডিয়ো সোস্যাল মিডিয়ায় ছড়াচ্ছে একটা অংশ থেকে। ( সেই ভিডিয়ো অ্য়াটাচ করে সেটাকে ফেক বলে উল্লেখ করা হয়েছে)। পুলিশ লিখেছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। এই ভিডিয়োটি ২০২৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশের সিলেট এলাকার তোলা। মালদায় গতকালের ঘটনার সঙ্গে এর কোনও যোগাযোগ নেই।

পুলিশ জানিয়েছে, এই ধরনের ভুয়ো ভিডিয়োর মাধ্যমে গুজব ছড়িয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করা হয়। এটা শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে। এই ধরনের কাজ যারা করছে আইন অনুসারে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সেই সঙ্গেই পুলিশ লিখেছে, মালদার পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে এই ধরনের ভিত্তিহীন গুজব সোশ্য়াল মিডিয়ায় ছড়াবেন না। একেবারে শান্ত থাকার জন্য় পরামর্শ দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Fake Video, #malda, #False video

আরো দেখুন