ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনে মিছিল করে গিয়ে চিঠি জমা দিল তৃণমূল সাংসদরা, কী লেখা হয়েছে চিঠিতে?

ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনে মিছিল করে গিয়ে চিঠি জমা দিল তৃণমূল সাংসদরা

April 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে ফের জাতীয় নির্বাচন কমিশনের উপরে চাপ বাড়াল তৃণমূল কংগ্রেস। আজ শুক্রবার আবার তৃণমূল কংগ্রেসের সাংসদদের এক প্রতিনিধি দল প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে একটি চিঠি দিয়েছেন। সেখানে লেখা হয়েছে, গত ১১ মার্চ তৃণমূল কংগ্রেসের সাংসদদের ১০ সদস্যের এক প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনারকে কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছিলেন। যা নিয়ে নির্বাচন কমিশনের তরফে সংবাদমাধ্যমে তিনটে বিবৃতি দেওয়া হয়। অথচ দুর্ভাগ্যজনক ভাবে তৃণমূল কংগ্রেসের তরফে যে প্রশ্নগুলো তোলা হয়েছিল তার কোনও উত্তর দেওয়া হয়নি।

উল্লেখ্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভোটার তালিকায় ‘ভূতুড়ে’ ভোটার ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সর্বস্তরের নেতাদের বৈঠকে সেই ‘ভূত’ তাড়ানোকেই এই মুহূর্তের ‘একমাত্র কাজ’ বলে উল্লেখ করলেন দলের সর্বময় নেত্রী।

বাজেট অধিবেশনের (দ্বিতীয় পর্ব) শেষ দিনে ভুয়ো ভোটার ইস্যুতে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা প্ল্যাকার্ড হাতে যৌথভাবে মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরে যান। উপস্থিত ছিলেন পঁচিশ জন তৃণমূল সাংসদ। সকাল দশটা নাগাদ তাঁরা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন, স্মারকলিপি জমা দেন। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, প্রবীণ সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার শাসকদলের বক্তব্য, আধার কার্ড-ভোটার কার্ডের সংযুক্তিকরণ আরও বড় সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ কমিশন যাচাই না করেই আধার কার্ডের সঙ্গে ভুয়ো ভোটার কার্ড সংযুক্তিকরণের অনুমতি দিচ্ছে। ফলে ভুয়ো ভোটার সংখ্যা কমার বদলে আরও বেড়ে যেতে পারে। এটা দুর্নীতি, এর গভীরে পৌঁছতে হবে নির্বাচন কমিশনকে।

উল্লেখ্য, ভুয়ো এপিক নিয়ে সংসদে আলোচনা চেয়েছিল তৃণমূল। কিন্তু আলোচনার অনুমতি দেয়নি মোদী সরকার।
এদিন নির্বাচন কমিশনের দপ্তর থেকে সংসদ পর্যন্তও মিছিল করে যান তাঁরা। এদিন সংসদেও বিক্ষোভ দেখান রাজ্যের শাসকদলের সাংসদেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen