শিয়ালদহ ডিভিশনে বড় খবর! মাতৃভূমি স্পেশালে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও?

বারো বগির মধ্যে প্রথমে ও শেষে চারটি কামরা মহিলাদের জন‌্য বরাদ্দ থাকবে। মাঝের চারটি জেনারেল বলে বিবেচিত হবে।

April 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবার থেকে শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি স্পেশালে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও। ছবি সৌজন্যে: PIB

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি স্পেশালে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও। যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল, সাধারণ সময় তো আছেই এমনকী! অফিস টাইমেও মহিলাদের বরাদ্দ ট্রেনে ফাঁকা থাকে। এরপরই শিয়ালদহ ডিভশন সমীক্ষা করে। মাতৃভূমি স্পেশাল ট্রেনের নির্ধারিত মাঝের চারটি কামরায় চাপতে পারবেন পুরুষ যাত্রীরাও, এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা জানিয়েছেন, মহিলাদের জন‌্য বরাদ্দ বারোটি ট্রেনে সার্ভে চালাচ্ছেন তারা। দিন সাতেকের সার্ভের রিপোর্ট পাওয়ার পর পুরুষ যাত্রীদের চড়ার অধিকার নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে।

শিয়ালদহের বিভিন্ন শাখায় মোট ছ’জোড়া লেডিজ স্পেশাল ট্রেন চলে। দিনের অধিকাংশ সময় মহিলাদের জন্য বরাদ্দ ট্রেনে জায়গা ফাঁকা থাকে বলেই দাবি করে আসছেন যাত্রীরা। ট্রেনের কিছু কামরা পুরুষদের জন‌্য ছাড়ার দাবি জানান অনেকে। যাত্রীদের দাবি খতিয়ে দেখতে রেল মাতৃভূমি স্পেশালে সার্ভে চালায়। রেলের মতে, অফিস টাইম ছাড়া অন‌্য সময়ে লেডিস স্পেশ্যাল ট্রেনগুলো ফাঁকা থাকে। কিছু কামরায় পুরুষদের চড়ার অনুমতি দেওয়ার কথা ভাবছে রেল।

হাওড়া ডিভিশনে তারকেশ্বর ও ব‌্যান্ডেল শাখায় দুই জোড়া লেডিজ স্পেশাল চলে। সেগুলিতে মাঝের চারাটি কামরায় পুরুষদের চড়ার অধিকার দেওয়া হয়েছে অনেক দিন ধরেই। একই পদ্ধতি মেনে শিয়ালদহেও লেডিজ স্পেশালে পুরুষ যাত্রীদের চড়ার অধিকার দিতে চলেছে রেল। বারো বগির মধ্যে প্রথমে ও শেষে চারটি কামরা মহিলাদের জন‌্য বরাদ্দ থাকবে। মাঝের চারটি জেনারেল বলে বিবেচিত হবে। যাতে পুরুষ ও মহিলা উভয় যাত্রীর চড়তে পারবেন বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen