জাতের লড়াইয়ের ডাক সুকান্তর, বাংলার মাটিতে ধর্মীয় মেরুকরণের অস্ত্রে শান BJP-র

তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার সহ সভাপতি ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, এতদিনে রাখঢাক ছেড়ে সুকান্তবাবুরা সত্যিটা প্রকাশ্যে বলেছেন

April 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার, চুঁচুড়ায় এসে রাজনীতির লড়াইকে ‘জাতের লড়াই’ বলে আখ্যা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পদ্ম পার্টির জেলাশাসকের অফিস অভিযানের নেতৃত্ব দিতে চুঁচুড়ায় এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবু। তিনি বলেন, হিন্দুদের কচুকাটা করার জন্য আওয়াজ তোলা হচ্ছে। লড়াই কখনও ভাতের ছিল না। আগেও জাতেরই ছিল, এখনও জাতের লড়াই লড়তে হবে। জাত থাকলে তবে ভাতও থাকবে। দেশের মন্ত্রীর এমন ভাষণের পরই বিরোধী আক্রমণাত্মক হয়ে উঠেছে।

তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার সহ সভাপতি ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, এতদিনে রাখঢাক ছেড়ে সুকান্তবাবুরা সত্যিটা প্রকাশ্যে বলেছেন। বিভাজনের রাজনীতিতে সিলমোহর পড়ল। নাগরিক সমাজকে বুঝতে হবে, বিজেপির আসল উদ্দেশ্য কোনটা।

বিজেপির সমাবেশ ও মিছিলে পদ্ম নেতার পকেটমারির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। তা নিয়ে ঘড়ির মোড়ে উত্তেজনা তৈরি হয়। বিজেপি কর্মীরা অভিযুক্তকে ধরে মারধর করেন। উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা যুবকের দাবি, তিনি পকেটমার নন। বিজেপির কট্টর সমর্থক। আন্দোলনে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, কোনও অভিযোগ দায়ের হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen