বৈসরন উপত্যাকায় বাড়ছে ভিড়! সন্ত্রাসবাদকে হারিয়ে ফের কাশ্মীরমুখী পর্যটকেরা

জঙ্গি হামলার পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে, পহেলগাঁও তথা বৈসরন উপত্যাকায় ফের পা রাখতে শুরু করলেন পর্যটকরা।

April 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জঙ্গি হামলার পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে, পহেলগাঁও তথা বৈসরন উপত্যাকায় ফের পা রাখতে শুরু করলেন পর্যটকরা। সংখ্যায় কম হলেও দেশি বিদেশি পর্যটকরা বৈসরনে যেতে শুরু করেছেন আবারও। কলকাতা, বেঙ্গালুরু, মহারাষ্ট্র, গুজরাত থেকে পর্যটকদের দল পহেলগাঁওয়ে যাচ্ছেন। ক্রোয়েশিয়ার পর্যটকরাও বৈসরনে গিয়েছেন।

নিরাপত্তার প্রতি পর্যটকেরা আস্থা প্রকাশ করছেন। উদ্বেগ থাকলেও ভ্রমণ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান। পর্যটকদের বক্তব্য, কাশ্মীর এখন নিরাপদ, সবকিছু খোলা আছে, পর্যটকরা নিরাপদ, সবাই আসছে, আসুন। ক্রোয়েশিয়া ও সার্বিয়া থেকে আসা পর্যটকেরা জানান, তারা ভীত বা অস্বস্তি বোধ করেননি। ক্রোয়েশিয়ার পর্যটকের মতে, পৃথিবীর যেকোনও প্রান্তে এমন ঘটনা ঘটতে পারে। পৃথিবীতে কোথাও নিরাপদ স্থান নেই।

বিগত কয়েকদিনে পর্যটকদের কাশ্মীর ছেড়ে যেতে দেখেছেন স্থানীয়রা। বৈসরন ভ্যালিতে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার লোকের ভিড় হত, সেখানে ১০০ জনও আসেননি। ঘটনার পর রবিবার পর্যটকদের ভিড় জমল। প্রথম দুদিন এলাকাটা বন্ধ রেখেছিল নিরাপত্তাবাহিনী। এখন তা খুলে দেওয়া হয়েছে, তবে বৈসরনের যেখানে হত্যালীলা চালানো হয় তা এখনও বন্ধ। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পর্যটকদের কাছে আর্জি জানিয়েছেন, কাশ্মীরকে এড়িয়ে না যাওয়ার জন্য। তিনি বলেন, ‘পর্যটকদের মধ্যে ভয় বুঝতে পারছি। যারা এখানে ছুটি কাটাতে আসেন তারা কোনও ভয় অনুভব করতে চান না… তবে আমি তাদের বলতে চাই যে এই সময়ে যদি তারা কাশ্মীর ছেড়ে চলে যান, তাহলে আমাদের শত্রুরা জয়ী হতে পারে। তারা পর্যটকদের লক্ষ্যবস্তু করেছিল কারণ তারা সমস্ত পর্যটকদের কাশ্মীর থেকে বের করে দিতে চেয়েছিল।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen