ফ্লপ শুভেন্দুর সনাতনী সম্মেলন? মুসলমানদের থেকে শিক্ষা নেওয়ার নিদান কার্তিক মহারাজের, দেখুন ভিডিও

দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন পাল্টা কাঁথিতে সনাতনীদের সম্মেলন ডেকে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

May 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন পাল্টা কাঁথিতে সনাতনীদের সম্মেলন ডেকে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনা যাচ্ছে, সেই কর্মসূচি কার্যত ফ্লপ হয়েছে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করে বিজেপি তথা বিরোধী দলনেতাকে খোঁচা দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু লিখেছেন, ‘‘জগন্নাথ মন্দিরের বিরোধিতা করতে গিয়ে একই দিনে সনাতনী সম্মেলন ডেকেছিলেন শুভেন্দু অধিকারী!! সেই সম্মেলনের অবস্থা দেখুন…প্রভুর সাথে কি আর ইগোর লড়াই চলে রে পাগলা? বলে কিনা, পালাবেন না… আরো ২৫ হাজার স্টকে আছে!! হাসব না কাঁদব!’’

ভিডিওতে কার্তিক মহারাজকে বলতে শোনা যায়, ‘‘বার বার ঘোষণা করা হচ্ছে প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি। প্রচুর রান্না করা হয়েছে। ২৫ হাজার মানুষের রান্না। আরও ২৫ হাজার স্টক আছে। বার বার বলা হচ্ছে এখান থেকে ঘোষণা করব তারপর প্রসাদ নিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই প্রসাদ খেতে বসে গেলেন।’’ এরপরই হিন্দুত্বের নতুন পোস্টার বয় কার্তিক মহারাজ, মুসলমানদের থেকে শিক্ষা নেওয়ার নিদান দেন হিন্দুদের। তিনি বলেন, ‘‘আরে মুসলমানের থেকে শিক্ষা নেই। একমাস রোজা লাগে। একটু জলও খায় না। এত বড় আয়োজন করেছেন, আমরা সবাই চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ কি আমরা পাই না। লজ্জা লাগছে। বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিতে। আজকে একটু দাঁড়ান। হাজারে হাজারে লাইন দিয়ে চলে যাচ্ছেন একবার মঞ্চে এলেন না, যজ্ঞ সভায় এলেন না। সাধু দর্শনে এলেন না।’’

আর একজন মাইকে বলেন, ‘‘আমার বিনম্র অনুরোধ আমরা সবাই প্রসাদ পাব। আগে মনটা ভরে যাক তারপর পেটটা ভরবে।’’ কাঁথির রেল ময়দানে সনাতনীদের সভা। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, কার্তিক মহারাজ প্রমুখরা। তাঁদের কথা শোনার বদলে মানুষের আগ্রহ ছিল প্রসাদ খাওয়ার জন্য, এতেই রেগে অগ্নিশর্মা হিন্দুত্ববাদীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen