যে দিন গিয়াছে চলে, ২২ বছরের সফর শেষ করছে Skype

পুরনোকে পিছনে ফেলে নতুনকে টেনে নিয়েছে সভ্যতা সমাজ।

May 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
২২ বছরের সফর শেষ করছে Skype

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সময়, যুগ যত এগিয়েছে তত এসেছে নতুন জিনিস। পুরনোকে পিছনে ফেলে নতুনকে টেনে নিয়েছে সভ্যতা সমাজ। প্রযুক্তির জগতেও তাই। এবার বাইশ বছরের সফর শেষ করতে চলেছে স্কাইপ। মাত্র কয়েক বছর আগেও স্কাইপ ছিল জনপ্রিয়তম ভিডিও কলিং প্ল্যাটফর্ম। এবার বন্ধ হয়ে যাচ্ছে তা। মাইক্রোসফট আগেই জানিয়েছিল। সোমবার শেষ হচ্ছে স্কাইপের যাত্রা।

একুশ শতকের শূন্য দশকে স্কাইপ জনপ্রিয় হয়ে উঠেছিল। উল্লেখ্য, ২০০৩ সালে লঞ্চ হয়েছিল স্কাইপ। মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, প্রতিদিন ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ।
২০১১ সালে মাইক্রোসফটের হাতে চলে যায় স্কাইপের মালিকানা। এরপর থেকে বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে। স্কাইপ ক্লিপসের মতো নতুন ফিচার আসে। ক্যাপিলট এআইও আত্মপ্রকাশ করে স্কাইপের জনপ্রিয়তা বৃদ্ধি করতে। কিন্তু কাজের কাজ হয়নি।

হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মে ভিডিও কলিংয়ের আগমনের পরে যোগাযোগের প্রযুক্তিতে নতুন বিপ্লব আসে। ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলে স্কাইপ। এখনও যাঁরা স্কাইপ ব্যবহার করতেন, তাঁদের সমস্যা হবে না বলেই জানিয়েছে মাইক্রোসফট। তাঁরা সমস্ত চ্যাট ও কনট্যাক্ট ট্রান্সফার করে দিতে পারবেন টিমস প্ল্যাটফর্মে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen