কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতি ঠেকাতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের

এবার সেখান থেকে আবেদনকারীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে জানতে চাওয়া হবে যে, সেটা ওই ছাত্রীরই কি না।

May 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কন্যাশ্রী প্রকল্পের টাকা নিয়ে আগে একাধিক স্কুলে কারচুপির অভিযোগ উঠেছিল। বেশ কিছু ক্ষেত্রে স্কুলের ডেটা এন্ট্রি অপারেটরদের ভুলের জন্য একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলেও গিয়েছিল। আবার টাকা আত্মসাৎ করতে ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়ারও অভিযোগ পাওয়া গিয়েছিল বেশ কিছু ঘটনায়। এইসব জালিয়াতি ঠেকাতে নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

কন্যাশ্রী প্রকল্পে কোনও ছাত্রী আবেদন করলে এবার তার দেওয়া ব্যাঙ্কের তথ্য যাচাই করা হবে। স্কুল আবেদন গ্রহণ করে মঞ্জুরের জন্য তা জেলায় পাঠাবে। এবার সেখান থেকে আবেদনকারীর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে জানতে চাওয়া হবে যে, সেটা ওই ছাত্রীরই কি না। তারা সবুজ সঙ্কেত দিলেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। না হলে আবেদন মঞ্জুর করা হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen