আমরা কাশ্মীরের মানুষের পাশে আছি, থাকবো: সাগরিকা ঘোষ, দেখুন ভিডিও

May 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:১৮: কাশ্মীরে পাকিস্তানের ড্রোন হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজৌরি ও পুঞ্চ এলাকায়। প্রাণ হারিয়েছেন প্রায় ১২ জনেরও বেশি সাধারণ মানুষ। এবার সেই এলাকা পরিদর্শনে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।

তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি।এই প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, মানস ভুঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতাবালা ঠাকুর। আগামী ২১-২৩ মে এই প্রতিনিধিদল সীমান্ত আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে সেখানে থাকবে।

আপডেট ১৭.১১

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির মানুষদের প্রতি সহানুভূতিশীল হতে এবং তাদের পাশে দাঁড়াতে আমরা যাচ্ছি। পাকিস্তানের সাথে ভারতের এই মুহূর্তের পরিস্থিতিতে সীমান্তবর্তী গ্রামের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা তাদের জীবন এবং জীবিকা হারিয়েছেন। আমরা তাদের এটাই বলতে যাচ্ছি যে তারা একা নন। আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সাথে থাকব, বাংলার মানুষ, সারা দেশের মানুষ তাদের সাথে আছেন। আমাদের জন্য, “পুঞ্চ চলো” কেবল একটি স্লোগান নয়, এটি পূর্ণ ভারত তৈরী করার একটি অঙ্গীকার।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen