‘লহ গৌরাঙ্গের নাম রে…’-এর ফার্স্ট লুকে বড় চমক সৃজিতের

এই ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। ছবির জন্য যথেষ্ট ওজন ঝরাতে হয়েছে নায়ককে।

June 3, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২১:০০: দোলের সময় পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটির ঘোষণা করেছিলেন। দীর্ঘদিন ধরেই এই ছবিটি নিয়ে চর্চা চলছে ইন্ডাস্ট্রিতে। এক সময় প্রশ্নচিহ্নের মুখে ছিল এই ছবির ভবিষ্যৎ। তবে ফের নতুনভাবে শুরু হয়েছে এই ছবির কাজ। এবার প্রকাশ্যে এল এই ছবির ফার্স্ট লুক।

তিনটে সময়কালকে এক সুতোয় বেঁধেছন পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায়। এই ছবির মধ্যে নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো চরিত্ররা উঠে আসবে। বর্তমান সময় থেকে শুরু করে নব্বইয়ের দশকের মতো সময়কালও উঠে আসবে এই ফিল্মে। আর এই তিন টাইমলাইনের তিন ভিন্ন চরিত্রও যেন পরিস্থিতির খামখেয়ালে বয়ে যায় একই নদীর খাতে।

এই ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। ছবির জন্য যথেষ্ট ওজন ঝরাতে হয়েছে নায়ককে। এর মাঝেই সামনে এল দিব্যোর চৈতন্য রূপ। অন্যদিকে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই ছবিতে নটী বনোদিনীর চরিত্রে দেখা যাবে। নটী বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ‘চৈতন্যলীলা’-এর সূত্র ধরেই নায়িকার এই লুক। ছবিতে নায়ক ইন্দ্রনীল সেনগুপ্তকে সাজতে দেখা যাবে শ্রী চৈতন্য রূপে।

শুভশ্রী, ইন্দ্রনীল ও দিব্যজ্যোতি প্রত্যেকের পরণেই গেরুয়া বসন, মুন্ডিত মস্তক, গলায় কন্ঠী ও কপালে রসকলি। নায়িকা শুভশ্রীকে এই বেশে দেখে চেনা দায়। এই ছবিতে ছবির নির্দেশকের ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা। দিব্যজ্যোতির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতিকে। ইন্দ্রনীল অভিনয় করছেন একজন সুপারস্টারের চরিত্রে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen