সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার, সবাইকে অবাক করে দিয়ে ডিক্লেয়ার ঘোষণা করলেন মুল্ডার

২৯৭ বলে ত্রিশতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

July 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
সবাইকে অবাক করে দিয়ে ডিক্লেয়ার ঘোষণা করলেন মুল্ডার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: টেস্টে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির গড়লেন মুল্ডার (Wiaan Mulder)। অপরাজিত থাকলেন ৩৬৭ রানে। তবে সুযোগ ছিল ব্রায়ান লারার (Brian Lara) ৪০০ রানের রেকর্ড ভাঙার। কিন্তু জিম্বাবোয়ের আচমকাই ডিক্লেয়ার দিয়ে দেন। যা দেখে অবাক ক্রিকেটদুনিয়া।

দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হওয়ায় খেলছেন না দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর বদলে মুল্ডার অধিনায়ক হয়েছেন। বাভুমার জায়গা তিন নম্বরেই ব্যাট করতে নেমেছেন তিনি। অর্থাৎ, ডিক্লেয়ারের সিদ্ধান্ত তিনিই নিয়েছেন। কেন মুল্ডার ৩৬৭ রানে ডিক্লেয়ার করেছেন তা অবশ্য এখনও জানা যায়নি। হতে পারে লারাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যেমনটা করেছিলেন মার্ক টেলর। ১৯৯৮ সালে পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৪ রানে অপরাজিত থাকাকালীন ডিক্লেয়ার করে দিয়েছিলেন তিনি। স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টেস্টে ব্র্যাডম্যানেরও সর্বাধিক রান ৩৩৪।

টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ত্রিশতরানের নজিরও গড়েছেন মাল্ডার। ২৯৭ বলে ত্রিশতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক (Proteas skipper)। আর সেই তালিকায় প্রথম যে নামটা রয়েছে, তিনি হলেন সেহওয়াগ। ২০০৮ সালে মাত্র ২৭৮ বলে ত্রিশতরান করেছিলেন ভারতের প্রাক্তন তারকা। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেও সেহওয়াগের নজির ভাঙতে পারলেন না মাল্ডার। প্রোটিয়াদের ইতিহাসে প্রথম ত্রিশতরানের নজির রয়েছে হাশিম আমলার দখলে। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৩১১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen