পুজোর আগেই চমক দার্জিলিং হিমালয়ান রেলওয়ের, নয়া তিন রুটে ছুটবে ট্রয় ট্রেন

July 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:৪৭: দার্জিলিং মানেই পাকদণ্ডী পাহাড়ি পথ বেয়ে সাদা ধোঁয়া ছাড়তে ছাড়তে ছুটে চলা ট্রয় ট্রেন। এবার পাহাড়প্রেমীদের জন্য নতুন চমক আনছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
পুজোর আগেই চালু হতে পারে টয় ট্রেনের তিনটি নতুন রুট। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর, নতুন তিনটি রুট হল, সুকনা থেকে রংটং, কার্শিয়াং থেকে মহানদী, কার্শিয়াং থেকে টুং।

পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পর্যটকদের অনেকেরই দীর্ঘ সফরের সময় নেই। তাঁদের জন্যই শর্ট ট্রিপ জয় রাইডের ব্যবস্থা। এই নতুন তিনটি ছোট রুটেই চলবে টয় ট্রেন। রুটগুলি স্বল্প দৈর্ঘ্যের, মনোরম প্রকৃতির মধ্যে দিয়ে ছুটবে ট্রেন। যাত্রীদের জন্য ট্রেনের মধ্যে খাবারের ব্যবস্থাও থাকবে। কার্শিয়াং স্টেশনে মিউজিয়াম ঘুরে দেখার সুযোগও থাকবে যাত্রীদের জন্য।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্তাদের মতে, এই নতুন তিনটি রুট চালুর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছবে টয় ট্রেন। যাঁরা দীর্ঘ সফরে সামিল হতে পারেন না, তাঁদের জন্যও এবার পাহাড়ের স্বাদ মিলবে শর্ট রাইডে। এই উদ্যোগ বাড়তি পর্যটক টানবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen