পুজোর আগেই হতে পারে SSC পরীক্ষা, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা দপ্তর
২০১৬ সালের এসএসসি গোটা প্যানেল বাতিল হওয়ার পর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। নতুন বিধিও প্রকাশ করা হয়

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে (SSC)-র ফর্ম ফিলাপের প্রক্রিয়া। ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ফর্ম ফিলাপের দিন। তবে পরীক্ষা কবে হবে সে নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই বহু প্রতীক্ষিত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য এসএসসি (SSC) নিয়োগ পরীক্ষা (SSC Exam Date Before Durga Puja) পুজোর আগেই নেওয়া হতে পারে—এমনটাই বার্তা গেল শিক্ষা দপ্তর থেকে। সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ইতিমধ্যেই এ নিয়ে একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
জানা যাচ্ছে, ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নিতে পারে এসএসসি। তবে একদিকে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে, অন্যদিকে তা ঘিরে চলছে একাধিক আইনি লড়াই। নতুন পরীক্ষার নিয়মনীতি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেছিলেন কিছু চাকরিপ্রার্থী। কিন্তু বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে শুনানি হতে পারে আগামী সপ্তাহেই।
২০১৬ সালের এসএসসি গোটা প্যানেল বাতিল হওয়ার পর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। নতুন বিধিও প্রকাশ করা হয়। তাতেই আপত্তি তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি ছিল, কেন পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে? কেনইবা বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলা হয় আদালতে। চিহ্নিত ‘অযোগ্য’দের কেন পরীক্ষায় বসতে দেওয়া হবে এই আপত্তি তুলে হাই কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ।