দেশে School Drop Out-এ প্রথম সারিতে অধিকাংশ ডবল ইঞ্জিন রাজ্য, সংসদে জানাল কেন্দ্র

শীর্ষস্থানে রয়েছে এনডিএ শাসিত বিহার। ২০২১-২২ থেকে ২০২৩-২৪; তিনটি অর্থ বছরে দেশের মধ্যে প্রথম সারির তালিকায় রয়েছে রাজস্থান, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,

July 27, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪৫: বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিক্ষা ব্যবস্থার হাল একেবারেই খারাপ! খোদ কেন্দ্রের তথ্যই জানাচ্ছে এ-কথা। সম্প্রতি স্কুলছুটের হার নিয়ে সংসদে লিখিত প্রশ্ন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্কুল ছুট নিয়ে রাজ্যভিত্তিক পরিসংখ্যানও জানতে চান। লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দেওয়া পরিসংখ্যানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিক্ষা ব্যবস্থার বেহাল চেহারা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, কেন্দ্রের পরিসংখ্যান থেকে স্পষ্ট, বাংলায় পরিস্থিতি শতগুণে ভালো। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে কোনও স্কুলছুট নেই বাংলায়।

প্রাথমিক, উচ্চ প্রাথমিক বা সেকেন্ডারি সবেতেই একই হাল। স্কুলছুটের হারে দেশের মধ্যে একেবারে প্রথম সারিতেই রয়েছে অধিকাংশ ডাবল ইঞ্জিন রাজ্য। ২০২৩-২৪ অর্থ বছরে স্কুলছুটের হারে শীর্ষস্থানে রয়েছে এনডিএ শাসিত বিহার। ২০২১-২২ থেকে ২০২৩-২৪; তিনটি অর্থ বছরে দেশের মধ্যে প্রথম সারির তালিকায় রয়েছে রাজস্থান, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যগুলির নাম। সংসদে শিক্ষামন্ত্রকের পেশ করা পরিসংখ্যানে উদ্বিগ্ন শিক্ষা মহল।

২০২২-২৩ আর্থিক বছরে প্রাথমিকে স্কুলছুটের হারে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ (১৮.৮ শতাংশ)। উচ্চ প্রাথমিকে স্কুলছুটের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে উত্তরপ্রদেশ (১৬ শতাংশ) এবং বিহার (১৫.৮ শতাংশ)। সেকেন্ডারি স্তরে স্কুলছুটের নিরিখে একই সঙ্গে দেশে শীর্ষে দুই বিজেপি শাসিত রাজ্য। অসম এবং বিহার (২৯.৫ শতাংশ)। ২০২১-২২ অর্থবর্ষে উচ্চ প্রাথমিকে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে দুই ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য, অসম এবং মধ্যপ্রদেশ (৮.৮ শতাংশ)। ওই বছর সেকেন্ডারি স্তরে দেশের মধ্যে শীর্ষে ওড়িশা। ওই রাজ্যে স্কুলছুটের হার ২৭.৩ শতাংশ।

২০২৩-২৪ আর্থিক বছরে প্রাথমিক স্তরে স্কুলছুটের হারে দেশের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত বিহার ও রাজস্থান। প্রথম বিহার ৮.৯ শতাংশ এবং দ্বিতীয় স্থানে রাজস্থান ৭.৬ শতাংশ। উচ্চ প্রাথমিকে স্কুলছুটের হারে প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য বিহার ২৫.৯ শতাংশ এবং অসম ৮.২ শতাংশ। সেকেন্ডারি স্তরে স্কুলছুটের হারে শীর্ষস্থানে রয়েছে সেই বিহার (২৫.৬ শতাংশ) এবং দ্বিতীয়ে অসম (২৫.১ শতাংশ)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen