Opinion Poll of VIP seats: ভবানীপুরে মমতাকে টেক্কা দিতে পারবেন শুভেন্দু? কী বলছে দৃষ্টিভঙ্গির সমীক্ষা?

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আমরা বেশ কয়েকটি VIP সিটে আমাদের মতন করে সমীক্ষা শুরু করেছি।

July 26, 2025 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আমরা বেশ কয়েকটি VIP সিটে আমাদের মতন করে সমীক্ষা শুরু করেছি। আমাদের আজকের আলোচনা ভবানীপুর বিধানসভা নিয়ে। বাংলার নির্বাচন আর সেখানে VIP সিটের তালিকায় দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থাকবে না তা কি করে হয়? কারণটা আমি আপনি আমরা সকলেই জানি। এটি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর বিধানসভা, এবং বর্তমানে এই আসনের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। ভবানীপুর বিধানসভা কেন্দ্র অনেকটা ‘সম্প্রীতির মিনি ভারত’, কারণ এখানে বাঙালি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাতি, মারাঠি, ওড়িয়া ও মুসলিম-সহ বিভিন্ন ভাষার ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করেন। বর্তমান পরিস্থিতিতে যখন সাম্প্রদায়িকতা সমাজের একটা বড় সমস্যা তখন এই আসনের ফলাফল কী হবে সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে।

কিন্তু এই সিটের সমীক্ষা করার পিছনে মূল কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি নাকি বলেছেন যে, নন্দীগ্রামের মতনই নাকি এই আসনের দিকেও তাঁর নজর রয়েছে এবং তাঁর যিনি মুখ্য প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়ে দেবেন। সত্যিই কি সেটা সম্ভব? কী বলছেন সাধারণ মানুষ?

প্রথম প্রশ্ন: এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি?

সমীক্ষার ফলাফল: খুব খুশি বলছেন ২৫% মানুষ, খুশি ৩০% মানুষ, ১৩% মানুষ মোটামুটি বলেছেন, ১৪% মানুষ খুশি নন, ৯% মানুষ অত্যন্ত অখুশি আর জানিনা বলেছেন ৯% মানুষ। অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মে ভবানীপুরের প্রায় ৫৫% মানুষ খুশি।

দ্বিতীয় প্রশ্ন: রাজ্যে সরকার বদলাতে চান কি?

সমীক্ষার ফলাফল: না বলছেন ৬২% মানুষ, হ্যাঁ বলেছেন ২৪% শতাংশ মানুষ, ৯% কোন সিদ্ধান্ত নেননি আর বলব না বলেছেন ৫%। অর্থাৎ, সার্বিকভাবে রাজ্য সরকারের বদল এখানকার মানুষজন চাইছেন না।

তৃতীয় প্রশ্ন: আপনার বিধায়ক বদল করতে চান? অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে কি ভালো হয়?

সমীক্ষার ফলাফল: না বলছেন ৬০% মানুষ, হ্যাঁ বলেছেন ২২% শতাংশ মানুষ, ১২% কোন সিদ্ধান্ত নেননি আর বলব না বলেছেন ৬%।

এবার গত কয়েকটি নির্বাচনে ভবানীপুরের ফলাফলগুলো আমরা দেখে নিই একনজরে:

২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল:

২০১৯ বিধানসভা নির্বাচনের ফলাফল:

২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল:

২০২৪ বিধানসভা নির্বাচনের ফলাফল:

বলাই বাহুল্য, ২০১১ সালের পর থেকে ভবানীপুরে সবুজ আবিরই খেলা হয়েছে এবং আমাদের সমীক্ষা অনুযায়ী আসন্ন নির্বাচনেও এই প্রথার অন্যথা হবে না।

তবে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে, ভবানীপুর বিধানসভায় তৃণমূল পাবে ৫৯% ভোট, বিজেপি পাবে ৩১% ভোট, বাম-কংগ্রেস জোট পাবে ৭% এবং অন্যান্যরা পাবে ৩% ভোট।

অতএব, এবারও ভবানীপুরে থাকবে মমতা ম্যাজিক তা নিয়ে কোন দ্বিমত নেই।

সম্পূর্ণ ভিডিওটি দেখুন:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen