শারদ উৎসবের ‘উপহার’ মুখ্যমন্ত্রীর, দুর্গাপুজোর অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা

এবছর প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। গত বছরের তুলনায় যা ২৫ হাজার টাকা বেশি।

July 31, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৬: আকাশে বর্ষার মেঘ। তবু মুখ্যমন্ত্রীর ঘোষণায় যেন একটু আগে থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শারদোৎসবের আনন্দে রাজ্যের পুজো কমিটিগুলিকে বড়সড় উপহার দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবছর প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। গত বছরের তুলনায় যা ২৫ হাজার টাকা বেশি।

এই ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা। শুধু অনুদানই নয়, এদিন আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবছর বিদ্যুৎ খরচে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি, ফায়ার লাইসেন্স ও অন্যান্য সরকারি ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে।

এছাড়াও, মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২, ৩ ও ৪ অক্টোবর হবে বিসর্জনের দিন এবং ৫ অক্টোবর আয়োজিত হবে বর্ণাঢ্য ‘বিসর্জন কার্নিভাল’। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে একদিকে যেমন বাড়ছে উৎসবের জৌলুস, তেমনই উৎসবমুখর বাংলায় ফিরে আসছে পুজোর আনন্দের প্রাণ।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী প্রথমে হেসে মজার ছলেই বলেন, “এইবার ৯০ হাজার থাক না! নাহলে ৯৫ হাজার।” কিন্তু উদ্যোক্তারা তাতে রাজি না হওয়ায় মমতা বলেন, “আচ্ছা, এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হবে। কলকাতা হোক বা জেলার পুজো, সবাই পাবে এই অনুদান। ভালো করে পুজো করুন, আর দর্শনার্থীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিন।”

পুজোয় সরকারি অনুদান নিয়ে বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি পুজোয় অনুদান দিই, সেটাও ওদের সহ্য হয় না। এই নিয়েই তো মামলা করেছিল। আমরা সবাই মিলে উৎসব করি, আনন্দ ভাগ করে নিই। পুজো যাতে ভালোভাবে হয়, সেইজন্যই তো কিছু টাকা দিই। এতে যদি পুজোর মান একটু বাড়ে, তাহলে ক্ষতিটা কী?”

তিনি আরও বলেন, “একদিকে বলে, আমি নাকি বাংলায় দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতী পুজো করতে দিই না। আবার যখন আমি পুজোয় অনুদান দিই, তখনও তাদের আপত্তি করবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen