“ওঁদেরও দিন নতুন পোশাক”, পুজোর আনন্দে বাঙালি পরিযায়ীদেরও শামিল করার আহ্বান মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের হাজার হাজার পুজো কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪১: শারদোৎসবের আলোয় আলোিত হোক বাঙালি শ্রমিকরাও। এমনটাই চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তার আবহে মানবিক উদ্যোগে নিলেন তিনি।
দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর আর্জি, “ওঁদেরও পুজোয় নতুন জামাকাপড় দিন।”
বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের হাজার হাজার পুজো কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী।
তাঁর মতে, পরিযায়ী শ্রমিকরা কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসেছেন। পুজোর আনন্দে ওঁদেরও শামিল করার কথা বলেন দিদি।
সম্প্রতি গুজরাত, হরিয়ানা, দিল্লি সহ একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর চরম হেনস্তার অভিযোগ উঠে এসেছে। তাদের মধ্যে অনেকেই রাজ্যে ফিরে এসেছেন সরকার ও তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়।
ফিরেই রাজ্য সরকারের পক্ষ থেকে পাচ্ছেন জব কার্ড, কর্মশ্রী প্রকল্পের কাজ, স্বাস্থ্যসাথী কার্ড-সহ বিভিন্ন সুবিধা।
মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, কেউ যদি ফিরে আসতে চায়, রাজ্য সরকারই নিজের খরচে তাঁদের ফিরিয়ে আনবে। এবার তাঁর বার্তায় পুজোর আনন্দ ভাগ করে নেওয়ারও ডাক।
এর আগে বুধবার রাজ্যের পুরমন্ত্রী জানিয়েছেন, “ফিরে আসা প্রত্যেককেই কাজ, খাদ্য ও বাসস্থানের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।”