কবে ফিরছে ফেলুদা?

‘ফেলুদার দু’টি গল্পের ট্রেলার এবং ১২টি এপিসোড মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু আড্ডাটাইমস তাদের অ্যাপটি নতুনভাবে নিয়ে আসতে চলেছে।

October 2, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেখতে দেখতে অক্টোবর মাস চলে এল। এখনও সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’-এর দেখা নেই। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নবাণে জর্জরিত এই পরিচালক। অনুরাগীদের একটাই প্রশ্ন, ফেলুদা কবে আসবে? সৃজিত ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এবং ‘ছিন্নমস্তার অভিশাপ’, এই দু’টি গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। সৃজিত যে কথা দিয়েছিলেন, সেপ্টেম্বরের শেষেই আসবে ‘ফেলুদা ফেরত’। সোশ্যাল মিডিয়াতেই পরিচালক বিষয়টা পরিষ্কার করেছেন। তিনি বলছেন, ‘ফেলুদার দু’টি গল্পের ট্রেলার এবং ১২টি এপিসোড মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু আড্ডাটাইমস তাদের অ্যাপটি নতুনভাবে নিয়ে আসতে চলেছে।

পেমেন্টের নানা রকমের সমস্যা মেটানোর চেষ্টা করছে। যাতে ফেলুদা ফেরত ভালো ভাবে দেখা যায়।’ সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘ফেলুদা ফেরত’-এর মুক্তির বিষয়ে কোনও প্রশ্ন থাকলে আড্ডাটাইমসের সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে হবে কিংবা প্রিন্স আনোয়ার শাহ রোডে তাদের অফিসে দেখা করতে হবে।’ প্রশ্ন আরও একটা থাকছে। কেন আড্ডাটাইমস ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নিলেন সৃজিত? তাঁর সঙ্গে তো প্রযোজনা সংস্থা এসভিএফের সম্পর্ক বেশ ভালোই। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন এই পরিচালক। ‘এই প্রশ্নের উত্তর খুব সহজ — ফেলুদার ডিজিটাল স্বত্ব আড্ডাটাইমসের হাতেই রয়েছে’, বক্তব্য পরিচালকের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen