লাঠিচার্জ বিতর্কের জেরে বদলি কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্য, নতুন দায়িত্বে কে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪২: কালীপুজোর রাতে শব্দবাজি থামাতে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগের জেরে বদলি করা হল কোচবিহারের (Cooch Behar) পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে (Dyutiman Bhattacharya)। বৃহস্পতিবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তর (West Bengal Ministry of Home Affairs) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানায়, তাঁকে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর থার্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট পদে পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিমাঞ্চলের ডিসি সন্দীপ কাঁড়া।
বিতর্কের সূত্রপাত সোমবার রাতে, কালীপুজোর দিন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার পর কোচবিহারে এসপি (SP) বাংলোর সামনে বাজি ফাটাচ্ছিলেন কয়েকজন। এতে তাঁর পোষ্য কুকুরের সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। ক্ষুব্ধ দ্যুতিমান ভট্টাচার্য বাড়ির পোশাকেই বাইরে বেরিয়ে এসে লাঠিচার্জ করেন। ঘটনায় চারজন শিশুসহ কয়েকজন আহত হন। এরপরই তাঁর ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার কোচবিহারে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গ্রেপ্তার করে ১০ জনকে, যাঁদের মধ্যে তিনজন জামিন পেলেও বাকিরা এখনও পুলিশ ও জেল হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর, অবৈধ জমায়েতসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবারই দ্যুতিমানকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় কোচবিহারের নতুন এসপি হিসেবে দায়িত্ব নেন সন্দীপ কাঁড়া। আর সন্দীপের জায়গায় পশ্চিমাঞ্চলের ডিসি পদে এসএস, আইবি-র কুলদীপ সোনওয়ানে সুরেশকে নিয়োগ করা হয়েছে।