আজ ফের উত্তরবঙ্গে মমতা, পুনর্গঠনের কাজ নিয়ে রয়েছে প্রশাসনিক বৈঠক

November 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: অক্টোবরের গোড়ার দিকে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ। ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে দাঁড়িয়ে বিপর্যয় মোকাবিলার কাজ পরিচালিনা করেছিলেন। সপ্তাহ ঘুরতেই ফের গিয়েছিল। এবার দুর্যোগ পরবর্তী সময়ে তৃতীয়বার যাচ্ছেন মমতা। আজ, সোমবার দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাগডোগরা নামার পর তিনি উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় যাবেন। সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পুনর্গঠনের কাজ নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গের যে সমস্ত জেলা বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রতিনিধিরা থাকবেন। তবে আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলার জনপ্রতিনিধি এবং প্রশাসনকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

এছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচিও রয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে পরিষেবা প্রদান ও পুনর্বাসন সংক্রান্ত পর্যালোচনা বৈঠকের সঙ্গে সঙ্গে জেলাশাসক ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজ্যজুড়ে প্রায় ১২ হাজারের বেশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে নতুন বাড়ি তৈরির জন্য সাহায্য করা হবে। প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সম্পর্কিত আলোচনা হতে পারে। এই সফরে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় একটি নতুন শিল্প প্লান্টের উদ্বোধন করতে পারেন মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen