মনরেগা থেকে বাদ ‘মহাত্মা’? নাম বদলের জল্পনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: কেন্দ্রের ১০০ দিনের কাজের এই প্রকল্প থেকে এবার কি সরতে চলেছে ‘মহাত্মা’র নাম? দিল্লির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে এমনই জল্পনা। আর এই খবর প্রকাশ্যে আসতেই মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান। তাঁর অভিযোগ, এটি নিছক নাম বদল নয়, বরং সচেতনভাবে জাতির জনককে অপমান করার চেষ্টা।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টে ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brien) অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার পরিকল্পনা করছে। একে গান্ধীজির প্রতি সরাসরি অপমান বলে অভিহিত করে তিনি লেখেন, “এই পদক্ষেপে আশ্চর্যের কিছু নেই।” কেন তিনি আশ্চর্য নন, তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি লেখেন, “কারণ এরাই সেই মানুষ, যারা গান্ধীজিকে হত্যাকারীর (নাথুরাম গডসে) বন্দনা করেছে।”
তৃণমূল সাংসদের দাবি, কেন্দ্রের বর্তমান সরকারের মূল উদ্দেশ্য হলো মহাত্মা গান্ধীর অবদানকে খাটো করা এবং দেশের ইতিহাসকে নতুন করে লেখা। তবে বিরোধীরা যে এই প্রয়াস কিছুতেই সফল হতে দেবে না, সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ডেরেকের কথায়, “তাঁরা গান্ধীজিকে অপমান করতে চান। আমরা কখনওই তা হতে দেব না।”
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা (MGNREGA)-র নাম বদল নিয়ে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে। প্রথমে শোনা গিয়েছিল, প্রকল্পের নাম বদলে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা’ করা হতে পারে। কিন্তু ‘মহাত্মা’ শব্দটি বাদ দেওয়া নিয়ে সমালোচনা শুরু হতেই চাপে পড়ে সরকার। এখন নতুন করে খবর রটেছে যে, প্রকল্পের নাম হতে পারে ‘দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা সংক্ষেপে ‘ভিবি জি রাম জি বিল ২০২৫’। এই নতুন নামে গান্ধীজির কোনও উল্লেখই থাকছে না বলে আশঙ্কা করা হচ্ছে।
বিরোধীদের দাবি, সেখান থেকে মহাত্মা গান্ধীর নাম সরানোর চেষ্টা আদতে দেশের ইতিহাস ও মূল্যবোধের ওপর আঘাত। বিলটি সংসদে পেশ হলে বিরোধীরা যে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবে, তা ডেরেকের মন্তব্যে স্পষ্ট।