SIR in Bengal: মুর্শিদাবাদের পর SIR আতঙ্কে আত্মঘাতী দুর্গাপুরের গৃহবধূ

December 15, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৬:  নাগরিকত্ব হারানোর আশঙ্কায় গ্রাস করেছিল মানসিক অবসাদ। আর সেই আতঙ্কের জেরে শেষ পর্যন্ত আত্মহত্যর পথ বেছে নিলেন এক গৃহবধূ। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন রোড এলাকায়। মৃতার নাম সুবর্ণা গুঁই (৩৭)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সুবর্ণার বাপের বাড়ি কলকাতার নাগেরবাজার এলাকায়। বিয়ের পর থেকে তিনি দুর্গাপুরের বাসিন্দা। তাঁর স্বামী রণজিৎ গুঁই ডিভিসি-র (DVC) কর্মী। দম্পতির সাত বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। আপাতদৃষ্টিতে সুখী সংসার হলেও, গত কয়েকদিন ধরেই এক অজানা আতঙ্কে ভুগছিলেন সুবর্ণা।

মৃতার পরিবারের অভিযোগ, নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র ও এনআরসি (NRC) আতঙ্কই কেড়ে নিল সুবর্ণার প্রাণ। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় সুবর্ণার বাপের বাড়ির অর্থাৎ তাঁর বাবা-মায়ের নাম ছিল না। যদিও সুবর্ণার নিজের ভোটার কার্ড ও অন্যান্য নথি ছিল, তবুও বাবা-মায়ের নাম ভোটার তালিকায় না থাকায় তিনি নিজের এবং পরিবারের নাগরিকত্ব ও ভবিষ্যৎ নিয়ে ভীত হয়ে পড়েছিলেন।

মৃতার জামাইবাবু শিবশঙ্কর সাহা আক্ষেপের সুরে বলেন, “ওঁর নিজের সব কাগজ থাকলেও পরিবারের নাম না থাকায় খুব ভয়ে ছিল। নাগরিকত্ব হারানোর ভয়েই ও আতঙ্কিত হয়ে পড়েছিল এবং সেই আতঙ্কের বশবর্তী হয়েই সোমবার নিজেকে শেষ করে দিয়েছে।”

স্বাভাবিকভাবেই, এই মৃত্যুকে কেন্দ্র করে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। ঘটনার খবর পেয়েই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি সরাসরি বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (Election Commission) দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘এই বিধ্বংসী পরিস্থিতি বাংলার মানুষের প্রভূত ক্ষতি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং করব। এই অকালমৃত্যুর দায় বিজেপি এবং নির্বাচন কমিশনের।’’

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি নিছকই অবসাদ না কি এর পেছনে অন্য কোনো পারিবারিক কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নাগরিকত্ব হারানোর ভয়ে গৃহবধূর এই চরম সিদ্ধান্ত নতুন করে নথিপত্র নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টিকেই সামনে নিয়ে এল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen