রাজ্য বিভাগে ফিরে যান

পুজোর আগে তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য দিদির উপহার

October 16, 2020 | < 1 min read

পুজোর আগে তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য এলো খুশির বার্তা। সৌজন্যে রাজ্য সরকার। সরকারের বিভিন্ন কাজে নিযুক্ত বিভিন্ন বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের এবার থেকে চুক্তির মাধ্যমে নিযুক্ত করবে রাজ্য সরকার। মিলবে স্বাস্থ্যসাথীর পাশাপাশি অন্যান্য সুবিধাও।

আজ ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর জানান। তিনি লেখেন, বাংলা তার ই-গভর্নেন্সের জন্য স্বীকৃত এবং সম্মানিত। সেই সকল তরুণ তথ্যপ্রযুক্তিবিদ যাদের জন্য এই সাফল্য এসেছে, তাদের পুজোর আগে উপহার দিতে পেরে আমি আনন্দিত। ওয়েবেল, ডবলুটিএল এবং অন্য যেসকল সংস্থা সরকারের কাজ করেন, সেখানে নিযুক্ত কর্মীরা এবার থেকে চুক্তিভিত্তিক পদ্ধতিতে সরাসরি সরকারে নিযুক্ত হলেন।

তিনি আরও লেখেন, এই কর্মীরা বছরে ৩০দিন ক্যাসুয়াল লিভ ও ১০দিন মেডিক্যাল লিভ পাবেন। প্রসূতিকালীন ছুটিও পাবেন মহিলা কর্মীরা। সকলের চাকরির মেয়াদ হবে ৬০বছর বয়স পর্যন্ত এবং অবসরের সময় এককালীন তিন লক্ষ টাকা পাবেন। ওনাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সমস্ত চিকিৎসার খরচ দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Durga Puja 2020, #IT personnel

আরো দেখুন