কোভিডে ম্লান মুম্বইয়ের সেলেবদের পুজো
মুম্বইয়ের বাঙালিদের বেজায় মনখারাপ। মা দুর্গা এ বছর সেখানে কার্যত ব্রাত্য। মায়ানগরীর দুর্গাপুজো মানেই সেলেবদের পুজো— কাজল-রানিদের পুজো, গায়ক অভিজিতের মাতৃবন্দনা বা বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিতের দশভুজা আরাধনা। এবারে জৌলুসহীন টিনসেল টাউনের দেবী বন্দনা। কোথাও শুধুই ঘটপুজো তো কোথাও পুজো হবে একেবারে নম নম করে। আর কোনও কোনও সেলিব্রিটি তো এ বছর পুজোই বন্ধ রেখেছেন। সব মিলিয়ে মুম্বইয়ের দুর্গাপুজো একেবারেই জাঁকজমকহীন।
সান্তাক্রুজের নর্থ বম্বের সর্বজনীন দুর্গোৎসবই গোটা দেশের কাছে কাজল-রানি মুখোপাধ্যায়ের দুর্গাপুজো বলে পরিচিত। সেখানে পুজো সারা হবে খুবই ছোট করে। মোদ্দা কথা, যতটুকু না করলেই নয়। শশধর মুখোপাধ্যায়ের পরিবার নাম জড়িয়ে থাকা এই পুজোর বয়স ৭৪ বছর। মহারাষ্ট্র সরকারের গাইডলাইন মেনে চার ফুটের প্রতিমা আনা হবে। পুজোর স্থানেরও পরিবর্তন করা হয়েছে। এই পুজো দীর্ঘদিন ধরেই জুহুর টিউলিপ স্টারে হতো। দু’বছর আগে টিউলিপ স্টারের সংস্কার কাজের জন্য ভিলে পার্লে (ওয়েস্ট)-এর গোল্ডেন টোব্যাকোর মাঠে সরে গিয়েছিল নর্থ বম্বের পুজো। গত বছর ফের টিউলিপ স্টারে পুজো ফিরে আসে। কিন্তু এবার সান্তাক্রুজের অন্য একটি ছোট হল ভাড়া নিয়ে দেবী দুর্গার আরাধনা করা হবে। এই হলেই নর্থ বম্বের কালীপুজো অনুষ্ঠিত হয়।
চিরকালই বিনোদনী চমক থাকে লোখণ্ডওয়ালার দুর্গোৎসবে। আদতে এই পুজোর প্রাণপুরুষ গায়ক অভিজিৎ। এ বছর এই পুজোর রজতজয়ন্তী বর্ষ ছিল। কিন্তু বিধি বাম। করোনা মহামারীর জেরে পুজো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিজিৎ। মনমরা গায়ক বললেন, ‘আসছে বছর আবার হবে। এ বছর পুজো করার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ। তাছাড়া আমি ছোট করে পুজো করলেও সেখানে ভিড় হবে। তাই ২৫ বছরের পুজো এক প্রকার বন্ধ রাখছি। ঘটপুজো হবে। আশা করি, পরের বছর রজতজয়ন্তী বর্ষটা পালন করতে পারব।’
এদিকে, জুহু স্টিম সর্বজনীন দুর্গাপুজোর নেপথ্য নায়ক এক সময়ের হার্টথ্রব অভিনেতা বিশ্বজিৎ। অবশ্য, কয়েক বছর ধরে পুজোর গুরুভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতার স্ত্রী ইরা চট্টোপাধ্যায় ও মেয়ে প্রাইমা। বিগত কয়েক বছর পুজোর বিশেষ বিশেষ দায়িত্বে দেখা গিয়েছে তাঁর পুত্রবধূ অর্পিতা চট্টোপাধ্যায়কে।
কোভিড নাইন্টিনে ম্লান বিশ্বজিতের পুজোও। এবার ঘটপুজো করার সিদ্ধান্ত নিয়েছে চট্টোপাধ্যায় পরিবার। এবার এই পুজো ১৭ বছরে পড়ল। জুহুর এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে অভিনেতা হৃতিক রোশনের পরিবার। পরিবর্তিত পরিস্থিতিতে ঘটপুজোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন রাকেশ রোশনও। জুহু স্টিম সহ সেলিব্রিটিদের পুজোর প্রতিমা আসে শিবাজি পার্কের অমিত পালের কাছ থেকে। কিন্তু এবার তিনি প্রতিমা গড়ছেন না।
মুম্বইয়ের আর একটি গুরুত্বপূর্ণ পুজো খারের রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো। এখানে নিয়ম মেনেই পুজো অনুষ্ঠিত হবে। তবে, পুণ্যার্থী প্রবেশে কোনও অনুমতি থাকবে না। অবশ্য, এখানকার পুজো ইউটিউবে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। রামকৃষ্ণ মিশনের প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ অনুমতিও দেওয়া হয়েছে সরকারের তরফে।