খোদ বাংলার রাজধানীর রাস্তায় স্লোগান ‘নাস্তিকতা নিপাত যাক, ইসলাম জিন্দাবাদ’? – জানুন আসল ঘটনা
দাবি
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার ইসলামের সমর্থক রাস্তায় মিছিল করছেন এবং স্লোগান তুলছেন, ‘নাস্তিকতা নিপাত যাক ইসলাম (Islam) জিন্দাবাদ’।
ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই এও বলা হচ্ছে যে ভিডিওটি কাশ্মীর বা কেরলের নয়, খোদ বাংলার রাজধানী কলকাতার (Kolkata)।
বাংলার মতো এরকম ধর্ম নিরপেক্ষ রাজ্যে এরকম দৃশ্য দেখে হকচকিয়ে যান অনেকেই।
সত্যতা
ভিডিওটি আদৌ বাংলার কেন ভারতেরই না। আসলে এই ভিডিওটি বাংলাদেশের (Bangladesh)। পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের টুইটার প্রোফাইল থেকে এই তথ্য নিশ্চিত করেছে। তার সাথে সাথে মানুষকে এও অনুরোধ করেছে যাতে তারা কোন তথ্যের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করেন।
কলকাতা পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে যে, “একটি বাংলাদেশের ভিডিও কে কলকাতার বলে অপপ্রচার করা হয়েছে। সেটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে”
অর্থাৎ ভিডিওটি সত্যি হলেও তার সাথে দেওয়া তথ্য সম্পূর্ণ ভুয়ো (Fake)।