বাংলার নিট উত্তীর্ণদের কাউন্সেলিং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই

ওইদিন কাউন্সেলিং নিয়ে দপ্তরের শীর্ষকর্তারা স্বাস্থ্য শিক্ষা শাখার পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।

November 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিট উত্তীর্ণ বাংলার পরীক্ষার্থীদের কাউন্সেলিং হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পদস্থ সূত্রে এ খবর জানা গিয়েছে। তবে কাউন্সেলিং-এর সুনির্দিষ্ট দিন স্থির হতে পারে সোমবারের এক বৈঠকে। ওইদিন কাউন্সেলিং নিয়ে দপ্তরের শীর্ষকর্তারা স্বাস্থ্য শিক্ষা শাখার পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।

প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর নিটের (NEET 2020) ফল প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে ৭৪ হাজার ৪৯০ জন ছাত্রছাত্রী পরীক্ষা বসেন। উত্তীর্ণ হন ৩৭ হাজার ৩০১ জন। পাশের হার ছিল ৬০.২৭ শতাংশ। তারপর থেকেই বাংলার মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলিতে জায়গা হবে কি না, হলে কতদূরে পড়তে যেতে হতে পারে, কাট অফ কোন নম্বরে গিয়ে ঠেকবে ইত্যাদি বিষয় নিয়ে নানা দুশ্চিন্তা রয়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের। এ বছরই প্রথম মেডিক্যালের আসন সংখ্যা বেড়ে চার হাজার হয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই ঘোষণা করেন।  কিন্তু কাউন্সেলিং না হওয়া পর্যন্ত উদ্বেগ কমছে না ছাত্রছাত্রী ও অভিভাবকদের। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen