পণ্ডিত অজয় চক্রবর্তীকে ‘দলে’ টানার চেষ্টা ব্যর্থ অমিত শাহর

চন্দনা চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের বাড়িতে অর্ধেক চপ আর মুরুক্কু খেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই অজয় চক্রবর্তী জানান, ‘রশিদের বাড়িতে গেলেও খুশি হতাম।’

November 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু যে উদ্দেশ্যে নিয়ে গেলেন তা সফল হল না। অজয়বাবু সাফ জানিয়ে দিয়েছেন, ‘তাঁর একটাই পার্টি। সেটা মিউজিক পার্টি।’ সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘রশিদ খানের বাড়িতে গেলেও খুশি হতাম।’

শুক্রবার সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দেন অমিত শাহ। তারপর সেখান থেকে যান শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তীর বাড়িতে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয়ো, রাহুল সিনহা, অর্জুন সিং-সহ আরও অনেকে। শাহ আসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চক্রবর্তী পরিবারের সকলেই। পণ্ডিত অজয় চক্রবর্তী (Ajay Chakraborty) জানিয়েছেন, ‘এত বড় মাপের মানুষকে আমন্ত্রণ করার সাহস নেই। অমিত শাহ নিজে থেকেই তাঁর বাড়িতে এসেছেন, সেকারণে গর্বিত।’

এরপর পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এতে আমার খুবই আনন্দ হচ্ছে। তবে আমার একটাই পার্টি। সেটা হল মিউজিক পার্টি। চন্দনা চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের বাড়িতে অর্ধেক চপ আর মুরুক্কু খেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই অজয় চক্রবর্তী জানান, ‘রশিদের বাড়িতে গেলেও খুশি হতাম।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen