ট্রাম্পের হার মোদির কাছে বড় ধাক্কা- অধ্যাপক সুমন্ত্র বসু

ট্রাম্পকে (Donald Trump) হারিয়ে হোয়াইট হাউস দখল বাইডেনের

November 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ট্রাম্পকে (Donald Trump) হারিয়ে হোয়াইট হাউস দখল বাইডেনের। এই জয় প্রসঙ্গে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক সুমন্ত্র বসু বলেছেন, ‘ট্রাম্প সাহেবের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী (Narednra Modi) বন্ধুত্ব পাতিয়েছিলেন। দিল্লি দাঙ্গার সময় ট্রাম্প ভারতে এসেছিলেন আর টেক্সাসে হাউডি মোদি আয়োজিত হয়েছিল। তাই ট্রাম্পের পরাজয় মোদির কাছে বড় ধাক্কা। এখন দেখার বাইডেন প্রশাসন ভারতের প্রতি কী মনোভাব নেয়। তবে ট্রাম্পের বিদায় শুধু ভারত নয়, গোটা বিশ্বের কাছে সুখবর।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen