রাজ্য বিভাগে ফিরে যান

বাগডোগরা বিমানবন্দরে আরো ৯৯ একর জমি, ঘোষণা রাজ্যের

November 12, 2020 | < 1 min read

বাগডোগরা বিমানবন্দরকে (Bagdogra Airport) কে আধুনিক এবং আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে আরো ৯৯ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) সরকার।

গতকালের মন্ত্রীসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

তাঁর মতে এর ফলে বাগডোগরা বিমান বন্দর আরো আধুনিক এবং আন্তর্জাতিক মানের হবে। সেইসঙ্গে উপকৃত হবে নেপাল, ভুটান, সিকিম।

এর আগেও চলতি বছরে ১০৪ একর জমি বাগডোগরা এয়ারপোর্টের জন্যে বরাদ্দ করার ঘোষণা করেছে সরকার।

আগামী ২ বছরেই বিমান বন্দরে ৫০০ কোটি টাকার কাজ হবে। বিমান বন্দরের নাম বদলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক বিমানবন্দর রাখার পরিকল্পনাও আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এছাড়া এদিনের বৈঠকে যানবাহনের ফিটনেস সার্টিফিকেটের (Fitness Certificate) নবীকরণের শেষ তারিখের মেয়াদ বৃদ্ধি করে ৩০ জুন, ২০২১ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Bagdogra Airport

আরো দেখুন