জলদি আসছে PUBG Mobile India, জানুন লেটেস্ট আপডেট
ভারতে নিষিদ্ধ হওয়ার পর থেকে এখনও অবধি ইন্টারনেটে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, কবে ভারতে লঞ্চ করছে PUBG Mobile India? কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর না মিললেও, ইঙ্গিতে পরিষ্কার ভারতে খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে PUBG Mobile India। তার মাঝেই এবার খবর, অন্য কোম্পানির ব্যানারে ভারতে লঞ্চ করছে জনপ্রিয় এই গেম। কোম্পানির নাম রেজিস্টার্ড করা হয়েছে
PUBG India Pvt Ltd নামে। আর সেই রেজিস্ট্রেশন থেকেই পরিষ্কার যে, সরকারের অনুমতি মিলেছে। সুতরাং, খুব শীঘ্রই হাজির হতে চলেছে PUBG Mobile India।
সম্প্রতি এমনই খবর নিয়ে হাজির হয়েছেন অভিজিৎ আন্ধারে, যিনি TSM esports group-এর ইস্পোর্টস অ্যাথলিট হিসেবেই অধিক পরিচিত। অভিজিৎের শেয়ার করা স্ক্রিনশট থেকে কোম্পানির ডিটেলস হিসেবে জানা গিয়েছে যে, কর্নাটকের কোম্পানি PUBG India Pvt Ltd, যে সংস্থায় এই মুহূর্তে দুজন হাই-লেভেলের ম্যানেজমেন্ট পজিশনে রয়েছেন। সংস্থার ইনকর্পোরেশন ডেট হিসেবে দেওয়া হয়েছে 21 নভেম্বর। অর্থাৎ মাত্র তিন দিন আগে রেজিস্ট্রেশন করা হয়েছে PUBG India Pvt Ltd-এর। পাশাপাশিই এই সংস্থার সহায়ক হিসেবেও একটি বিদেশি কোম্পানির নাম লেখা হয়েছে।
কিছু দিন আগেই সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, ভারতে কামব্যাক করতে চলেছে PUBG Mobile। তার মধ্যেই আবার দিন দুয়েক আগে বেশ কিছু ইউজার PUBG Mobile India ওয়েবসাইট থেকে এই গেমের APK ডাউনলোড ফাইল দেখতে পাওয়ার কথাও জানিয়েছিলেন। অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি থেকেও শেয়ার করা হয়েছে গেমের টিজার এবং প্রোমো। এখনও অবধি PUBG Mobile India-র লঞ্চ ডেট না জানা গেলেও মনে করা হচ্ছে যে, খুব শীঘ্রই এটি লঞ্চ করতে চলেছে।
এছাড়াও বেশ কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, TapTap অ্যাপে PUBG Mobile India প্রি-রেজিস্ট্রেশন নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু সেখান থেকে তো বটেই, এমনকী PUBG Mobile India-র অফিশিয়াল ওয়েবসাইট থেকেও রেজিস্টার করার কোনও অপশন খুঁজে পাননি গেমাররা, যা নিয়ে ধন্দ্ব আরও বেড়ে গিয়েছে। তার থেকেও বড় কথা, Android এবং iOS অ্যাপ থেকে এর ডাউনলোড লিঙ্কও দেখানো হয়েছে উপলব্ধ নয়।
এখানেই ধন্দ্ব বেড়ে দ্বিগুণ হয়েছে। তার পরে আবার গত দু-তিন দিনে ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্ক আসার পরই বেশ কিছু মিডিয়া রিপোর্টে আবার বলা হয়েছে যে, সরকারের কোনও ঘোষণা ছাড়া আপাতত PUBG Mobile India-র লঞ্চ হওয়ার কোনও চান্স নেই। এদিকে আবার ব্যান হওয়ার সেই পরবর্তী মুহূর্ত থেকেই PUBG Mobile India-র তরফে, গেমারদের সোশ্যাল প্রোফাইলে রীতিমতো মেসেজ পাঠিয়েছে অথোরিটি। সংস্থার তরফে গেমারদের নিশ্চিত বার্তা দিয়ে বলা হয়েছে যে, খুব শীঘ্রই ভারতীয় গেমারদের জন্য অন্যরূপে হাজির হবে PUBG Mobile India।
সংস্থার তরফে জানানো হয়েছে যে, স্থানীয় চাহিদা পূরণ করার জন্য কন্টন্টে বেশ কিছু মডিফাই করা হচ্ছে। এখানে PUBG Mobile India-র নতুন ভার্সনে চরিত্রদের ভারতীয় পোশাক পরেই দেখা যাবে। শুধু তাই নয়। ভায়োলেন্ট এফেক্টস আরও কম করা হবে এবং বেশি পরিমাণে এর মধ্যে ভারতীয় থিম যোগ করা হবে বলে আরও জানা গিয়েছে। অন্য দিকে আবার ডেটা স্টোরিংয়ের ক্ষেত্রে PUBG Mobile India-র তরফে বলা হচ্ছে যে, ভারত সরকারের সমস্ত চাহিদা পূরণ করার ক্ষেত্রে সংস্থা সম্পূর্ণ ভাবে Microsoft Azure প্ল্যানফর্মের উপরে নির্ভরশীল।