নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে বিশেষ কমিটি গঠন করল রাজ্য
নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার। এই কমিটিতে থাকবেন যোগেন চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুগত বসু, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, সুবোধ সরকার।
আজ সংবিধান দিবসে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজ নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর জন্য গঠিত কমিটির ঘোষণা করেন। এই কমিটি কাজ করবে ২০২১ সালের ২৩শে জানুয়ারি থেকে।
তিনি বলেন, নেতাজির (Netaji Subhas Chandra Bose) স্লোগান জয় হিন্দ আমাদের জীবনের অঙ্গ। তারই অনুপ্রেরণায় আমাদের স্লোগান জয় বাংলা। নেতাজি আজও অবহেলিত। কেউ তাঁর মৃত্যুর বিষয়ে জানতে পারলো না। আমাদের কাছে যা নথি ছিল, আমরা সমস্ত প্রকাশ করেছি। কেন্দ্র কোনও তথ্য প্রকাশ করেনি। যারা স্বাধীনতায় কিছু করেনি, তাদের সামনে আনা হচ্ছে রাজনৈতিক কারণে, ইতিহাস ভোলাতে।