রাজ্য বিভাগে ফিরে যান

আবার অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি, অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে

November 28, 2020 | < 1 min read

ছবি : সংগৃহীত

খেজুরিতে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে খেজুরির পাটনা, কন্ঠিবাড়িতে তৃণমূলের কার্যালয় ‘দখল’ করে নেয় বিজেপি। তৃণমূলের পতাকা ছিঁড়ে, লাগিয়ে দেওয়া হয় বিজেপির দলীয় পতাকা।

সূত্রের খবর আলিচকেও তৃণমূলের কার্যালয় ‘দখল’ করা হয়েছে। এদিকে কার্যালয় দখলের অভিযোগে শনিবার সকাল থেকেই রাস্তা অবরোধ করে তৃণমূল। মিঁয়ামোড় এলাকায় অবরোধে নেমেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির দাবি, পুনরায় খেজুরিকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল।

বিজেপির এই অভিযোগ তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, পুলিশ নিষ্ক্রীয় থাকায় এই ঘটনা ঘটেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#vandalize, #bjp, #Khejuri, #TMC PARTY OFFICE

আরো দেখুন