বিনোদন বিভাগে ফিরে যান

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেতে পারে বেলাশুরু

December 4, 2020 | < 1 min read

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ বাংলা ছবি বেলাশুরু (Belashuru), মুক্তি পেতে পারে তাঁর জন্মদিন ১৯ জানুয়ারিতে। পরিস্থিতি যদি একটু স্বাভাবিক থাকে, তাহলে অভিনেতার আগামী জন্মদিনেই এই ছবি মুক্তি পেতে চলেছে। পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি বেলাশুরু সম্পর্কে বলতে গিয়ে শুক্রবার ছবিটির মুক্তি প্রসঙ্গে তাঁদের পরিকল্পনার কথা জানিয়েছেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বেলাশুরু ছবিটি আসলে বেলাশেষে সিনেমার সিক্যুয়েল। যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি।

শিবপ্রসাদ ও নন্দিতা জানান, তাঁদের অত্যন্ত হৃদয়ে কাছাকাছি সেই ছবি। বেলাশুরু ছবির সমস্ত কাজ শেষ। গত ৫ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। তাঁরা জানান, পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই এ ছবির মুক্তি হবে। কারণ এখনও পর্যন্ত থিয়েটারে ১০০ শতাংশ দর্শক আসনের অনুমতি দেওয়া হয়নি। সৌমিত্র চট্টোপাধ্যায়ে (Soumitra Chatterjee) জন্মদিন ১৯ জানুয়ারি ২০২১ সালে বেলাশুরু থিয়েটারে দর্শকদের দেখানোর পরিকল্পনা করছেন। যদি কোনও কারণে না হয় তাহলে মে ২৮ পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ দেখার জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Soumitra Chatterjee, #belashuru

আরো দেখুন