এজেন্ট ছাড়াই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন
ভবিষ্যতের জীবন সুরক্ষিত করতে উপার্জনের পাশাপাশি প্রয়োজন সঞ্চয় এবং বিনিয়োগ। বেতন পাওয়ার পর বিনিয়োগের মাধ্যমে অর্থের অংশ সুরক্ষিত রাখতে পারবেন।
বিনিয়োগের জন্য সবথেকে বেশি ব্যবহৃত পদ্ধতি হল মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড দু’রকমের হয় – রেগুলার ও ডাইরেক্ট। এরমধ্যে রেগুলার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কোনও ডিস্ট্রিবিউটারের সাহায্য লাগে। অর্থাৎ, কোনও এজেন্ট বা দালাল।
অন্যদিকে, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হল সরাসরি। অর্থাৎ, এক্ষেত্রে AMC বা সংস্থাগুলি কোনও ডিস্ট্রিবিউটার চার্জ বা ট্র্যান্স্যাকশন ফি নেয় না। বরং এজেন্ট বা দালালকে দেওয়া কমিশনের অর্থ বিনিয়োগকারীর অ্যাকাউন্টেই ফিরে আসে।
পছন্দমত মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া যে কোনও বিনিয়োগকারীর দায়িত্ব। রেগুলার মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকেরই জ্ঞান থাকে। পাঠকদের জন্য রইল ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের সম্পর্কে ধারণা।
ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে কারা বিনিয়োগ করতে পারবেন?
যে কেউ এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। কোনও এজেন্ট বা দালাল যেহেতু নেই, তবে এক্ষেত্রে আবেদনপত্র, KYC এবং অন্য়ান্য নথিপত্র নিজেকেই জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথি
প্রথমেই প্রয়োজন PAN কার্ডের। এছাড়াও সরকারি নিয়মে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য জমা দিতে হবে।
ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন?
না ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন নেই। রেগুলার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রেই শুধু ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে।
ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন?
সহজ পদ্ধতি হল অনলাইন পোর্টালের মাধ্যমে বিনিয়োগ করা। যে কোনও AMC (অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস্) ওয়েবসাইটে গিয়ে ভালো করে নির্দেশিকা পড়ে নিতে হবে।
রেগুলার থেকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পরিবর্তন সম্ভব?
হ্যাঁ সম্ভব। তবে এক্ষেত্রে কর জটিলতা সৃষ্টি হতে পারে। তাই ভালো করে বিবেচনা ও আলোচনা করেই তা করা উচিত। AMC ওয়েবসাইটের মাধ্যমেই তা করা সম্ভব।