ইঞ্চিতে ইঞ্চিতে জবাব, এ বার বোলপুরে অমিত শাহের পাল্টা রোড শো মমতার

December 21, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুদিন ধরে বাংলায় রাজনৈতিক কমর্সূচি চালিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে নিয়ে এখনও কিছু বলেননি। শুধু রবিবাসরীয় দুপুরে টুইট করে বলেছেন, কেন্দ্র নির্লজ্জভাবে রাজ্যের এক্তিয়ারে নাক গলাচ্ছে।

দিদিকে গত প্রায় চার দশক ধরে বাংলার রাজনীতি চেনে। ইদানীং প্রায়ই একটা কথা বলেন, তিনি ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেব। সূত্রের খবর, অমিত শাহকে সেভাবেই অর্থাৎ রাজনৈতিক ভাবে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিতে চলেছেন দিদি।

রবিবার বোলপুরে অমিত শাহর (Amit Shah) রোড শো হয়েছে। মাত্র ১ কিলোমিটার দীর্ঘ রোড শো। কর্মী, সমর্থকদের ঢলে সে টুকু রাস্তা পার করতেই কয়েক ঘন্টা লেগেছে। এ বার তার পাল্টা রোড শো করতে চলেছে তৃণমূল।

স্থির হয়েছে, ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের (Trinamool) দাবি, সেদিন জন প্লাবন ঘটবে বোলপুরে।

বীরভূমের সিংহভাগ পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ সবই তৃণমূলের দখলে। জেলার সভাপতি হলেন দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সেই তুলনায় বিজেপির সাংগঠনিক শক্তি কম। ফলে তৃণমূলের রোড শো যে বিজেপির তুলনায় আড়়ে বহরে বহুগুণ হবে তা আন্দাজ করছেন অনেকেই। কারও কারও মতে, ওটা রোড শো বললে ভুল হবে। বরং মেগা শো বলা ভাল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen