রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যপালের চিকিৎসা প্রয়োজন, আক্রমণ শানালেন কুণাল

December 22, 2020 | < 1 min read

রাজ্যপাল জগদীপ ধনখড়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণের পালটা দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। ব্যাঙ্গাত্মক সুরে বললেন, “ওঁনার চিকিৎসা প্রয়োজন।” ক্ষোভ প্রকাশ করে এদিন কুনাল বলেন, “বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্যপাল, প্রত্যেকেই একটা বাচ্চা ছেলের পিছনে পড়েছে।”

কুনাল ঘোষ বলেন, “একটা নাতির বয়সী ছেলেকে একসঙ্গে বিজেপি-রাজ্যপাল সবাই মিলে টার্গেট করেছে। টুইট করতে না পারলে ওনার ভাল লাগে না। এরপর সকাল ৯টার পর জিলিপি পাওয়া যায় না, সেটা নিয়েও উনি টুইট করতে পারেন!” এরপরই ধনকড়কে উদ্দেশ করে কুনাল ঘোষ বলেন, “ওনার চিকিৎসা প্রয়োজন।”

সোমবার বিকেলে রাজভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখান থেকেই একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। নিশানা করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাংবিধানিক সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ডায়মন্ড হারবার কারও জমিদারি নয়। আমি ওখানে গিয়ে একজন জুনিয়র অফিসারকে ডাকলাম। তিনি এলেন না।” এবার এই আক্রমণেরই মোক্ষম দিলেন কুণাল (Kunal Ghosh)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Kunal Ghosh, #Trinamool Bhavan

আরো দেখুন