রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজির জন্মজয়ন্তীবর্ষ এবার থেকে দেশনায়ক দিবস, পরিকল্পনা মমতার

January 4, 2021 | < 1 min read

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী ৷ ২১-এর লক্ষ্যে বাঙালি এই দেশনায়কের জন্মদিন নিয়ে কেন্দ্র রাজ্য টক্কর ৷ বাঙালির ভাবাবেগকে ছুঁতে নেতাজির জন্মজয়ন্তীকে এবছর বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্র ৷ সারা বছর ধরেই উদযাপনের পরিকল্পনা কেন্দ্রের ৷ মোদি সরকারের সেই পরিকল্পনাকে টেক্কা দিতে ঢালাও একগুচ্ছ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ এবার থেকে ২৩ জানুয়ারি পালিত হবে দেশনায়ক দিবস হিসেবে নবান্ন থেকে ঘোষণা মমতার ৷ একইসঙ্গে ২৩ জানুয়ারি কিভাবে পালন করবে রাজ্য তাও জানালেন মুখ্যমন্ত্রী ৷

২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্রের (Netaji Subhas Chandra Bose) জন্মজয়ন্তী উপলক্ষে শ্যামবাজার থেকে রেড রোড অবধি পদযাত্রা রাজ্যের ৷ নেতৃত্বে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সকাল ৯টায় সারা বাংলায় বাজবে সাইরেন ৷ সেই সাইরেনের ধ্বনির সঙ্গেই শুরু হবে নেতাজির জন্য পদযাত্রা ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Netaji Subhas Chandra Bose

আরো দেখুন